Bizarre Relationship

প্রেমিক হওয়ার আবেদন করেছেন ৫০০০ তরুণ, বাছবিচার করেও কাউকে মনে ধরছে না তরুণীর

রাত ১০টার পর কোনও তরুণ ফোনে মেসেজ করলে তার উত্তর দেওয়া উচিত নয় বলে ভেরার দাবি। তিনি মনে করেন, পুরুষের এমন আচরণ নারীদের প্রতি অশ্রদ্ধার ইঙ্গিত বহন করে। অন্য মহিলাদেরও সম্পর্ক নিয়ে উপদেশ দেন ভেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ০৮:০৯
Share:

—ছবি: সংগৃহীত।

সম্পর্কে জড়ালে রানির মতো থাকতে চান তরুণী। যে তাঁর সময় এবং সঙ্গের যথাযথ মূল্য দিতে পারবেন তাঁকেই প্রেমিকের মর্যাদা দেবেন তরুণী। তিনি যে প্রেমিকের সন্ধানে রয়েছেন এবং তা সমাজমাধ্যমে জানিয়েছেন তরুণী। তরুণীর প্রেমিক হওয়ার জন্য ৫ হাজার তরুণ আবেদনও করেছেন। কিন্তু কাউকেই মনে ধরেনি তরুণীর। সেই ৫ হাজার জনের মধ্যে বাছবিচার করে মাত্র তিন জন তরুণকে পছন্দ করেছেন তিনি।

Advertisement

২৭ বছর বয়সি তরুণীর নাম ভেরা জিকভান্স। পেশায় মডেল তিনি। লন্ডনের বাসিন্দা ভেরা। ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় ১৩ লক্ষেরও বেশি অনুগামী জোগাড় করে ফেলেছেন ভেরা। ‘ডেলি মেল’কে দেওয়া সাক্ষাৎকারে ভেরা জানিয়েছেন, জীবন নিয়ে তিনি খুব স্পষ্ট চিন্তাভাবনা পোষণ করেন। তিনি নিজের মতো করে নিজের জীবন বাঁচতে চান। জীবনে এমন সঙ্গী চান যাঁর সঙ্গে সম্পর্কে থাকলে আপোশ করে চলতে হবে না। তরুণী বলেন, ‘‘আমি খুব নাকউঁচু স্বভাবের। আমি চাই আমার সঙ্গে যে সম্পর্কে থাকবে সে আমায় মাথায় তুলে রাখুক।’’ ভেরা আগে যাঁদেরকে ডেট করেছিলেন, তাঁরা মাঝেমধ্যেই তরুণীকে দামি উপহার দিতেন।

এই প্রসঙ্গে ভেরা বলেন, ‘‘উপহার হিসাবে ফুলের তোড়া দিলেও চলবে। তোমার সঙ্গী যেন তোমার সময় এবং সঙ্গ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন।’’ রাত ১০টার পর কোনও তরুণ ফোনে মেসেজ করলে তার উত্তর দেওয়া উচিত নয় বলে ভেরার দাবি। তিনি মনে করেন, পুরুষের এমন আচরণ নারীদের প্রতি অশ্রদ্ধার ইঙ্গিত বহন করে। অন্য মহিলাদেরও সম্পর্ক নিয়ে উপদেশ দেন ভেরা। ভেরা বলেন, ‘‘কথা নেই, বার্তা নেই। কোনও তরুণ যদি দুম করে আপনাকে যেখানে সেখানে ডেটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তা হলে যাবেন না। প্রথম ডেট সব সময় দারুণ হওয়া প্রয়োজন।’’

Advertisement

ভেরা জানান, তিনি সম্পর্ক নিয়ে এমন চিন্তাধারা নিয়ে চলেন বলে তাঁর ব্যক্তিগত জীবনে নানা রকমের প্রভাব পড়ছে। ভেরা বলেন, ‘‘পরিবারের এক সদস্য আমায় বলেছিলেন যে, আমি পুরুষদের অশ্রদ্ধা করি। আবার পেশাগত জীবনেও প্রভাব প়ড়েছে। এক রূপটানশিল্পী আমার সঙ্গে কাজ করতে চাননি। কারণ, তাঁর প্রেমিক সমাজমাধ্যমে আমায় অনুসরণ করেন।’’ তবে ভেরার বিশ্বাস, তিনি কোনও ভুল করছেন না। তিনি বলেন, ‘‘যে পুরুষের মানসিকতা ভাল নয়, যিনি নিজের কেরিয়ার নিয়ে দোলাচলে থাকেন, টাকাপয়সা নিয়ে যিনি উদাসীন তাঁদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে কোনও লাভ হয় না। এর চেয়ে একা থাকা ঢের ভাল। তবে এত জন পুরুষ যে আমার সঙ্গে প্রেম করতে চান, তা জেনেও আমার ভাল লাগে। মহিলাদের অনেকে আমায় দেখে হিংসা করলেও অনেকেই আমার মানসিকতাকে সন্মান করেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement