Uttar Pradesh

দিদির সঙ্গে গলা চড়িয়ে কথা! থানার সামনে জামাইবাবুর চুল ধরে হ্যাঁচকা টান মেরে ‘ভয়ঙ্কর অঘটন’ ঘটালেন তরুণ

দেওরিয়ার বাহোর গ্রামের বাসিন্দা সূর্য সোনকর নামে এক যুবক এবং তাঁর স্ত্রীর মধ্যে দাম্পত্যকলহকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। সূর্যের স্ত্রী শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছিলেন। স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১২:৫১
Share:

ছবি: এআই।

দম্পতির মধ্যে মীমাংসার জন্য দুই পরিবারকে থানায় ডেকেছিল পুলিশ। পুলিশের সামনে কথাবার্তা বলে মিটমাটও হয়। তবে থানা থেকে বেরোতেই আবার রণমূর্তি ধরে দু’পক্ষ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়ায়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, থানা থেকে বেরিয়ে সকলের সামনে স্ত্রীর সঙ্গে গলা চড়িয়ে কথা বলতে শুরু করেন ওই স্বামী। কিন্তু শ্যালক তা সহ্য করতে পারেননি। রেগে গিয়ে প্রথমে জামাইবাবুর ভাইকে আক্রমণ করেন তিনি। এর পর জামাইবাবুর পরচুলা ধরে হ্যাঁচকা টান মারেন। এর ফলে খুলে যায় পরচুলা।

Advertisement

জানা গিয়েছে ঝামেলার সূত্রপাত, দেওরিয়ার বাহোর গ্রামের বাসিন্দা সূর্য সোনকর নামে এক যুবক এবং তাঁর স্ত্রীর মধ্যে দাম্পত্যকলহকে কেন্দ্র করে। ঝামেলার কারণে সূর্যের স্ত্রী শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছিলেন। স্বামীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে পুলিশেরও দ্বারস্থ হন তিনি। এর পর পুলিশ গত মঙ্গলবার মীমাংসার জন্য উভয় পক্ষকে থানায় ডেকে পাঠায়। জানা গিয়েছে, থানার ভিতরে পুলিশ আধিকারিকদের সামনে শান্ত ভাবেই আলোচনা করে দু’পক্ষ। পুলিশি মধ্যস্থতার পর সূর্যের স্ত্রী আবার শ্বশুরবাড়ি ফিরে যেতে রাজি হন। উভয় পরিবারই শান্তিপূর্ণ ভাবে থানা থেকে বেরিয়ে যান। কিন্তু ঝামেলা শুরু হয় থানা থেকে বেরনোর পরেই।

খবর, থানা থেকে বেরিয়ে সূর্য তাঁর স্ত্রীর সঙ্গে গলা চড়িয়ে কথা বলতে শুরু করেন। আর তা দেখে তাঁর শ্যালক, শ্বশুর-শাশুড়ি এবং আত্মীয়স্বজনেরা ক্ষুদ্ধ হন। বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। হাতাহাতিও বাধে। সূর্যের ভাইকে আক্রমণ করেন তাঁর শ্যালক। হাতাহাতির সময় জামাইবাবুর চুল ধরে টান দেন তরুণ। তখনই তাঁর পরচুলা খুলে বেরিয়ে আসে।

Advertisement

সূর্যের ভাই সন্দীপ সোনকর, যিনি গ্রামের পঞ্চায়েত প্রধান, অভিযোগ করেছেন যে তাঁর বৌদির পরিবারের সদস্যেরা তাঁদের পরিবারের সদস্যদের আক্রমণ করেন। বেশ কয়েক জন গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ, থানার বাইরে সূর্যের পরিবার এবং তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের মধ্যে মারামারি শুরু হয় তখন পুলিশ সেখানেই উপস্থিত ছিল। কিন্তু তারা কোনও হস্তক্ষেপ করেনি। এর পর ঘটনার খবর পাওয়ার পর সদর কোতোয়ালি থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের অভিযোগের ভিত্তিতে, সূর্যের শ্যালক এবং শ্বশুর-সহ তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement