ছবি: ইনস্টাগ্রাম।
মেঠো রাস্তার ধারে বসেছিল একটি বাঁদর। তার গলায় শিকল বাঁধা। এমন সময় সেখানে উপস্থিত হল এক মস্ত বড় গোখরো! তবে সাপটিকে দেখে ভয় পাওয়ার বদলে অদ্ভুত কাণ্ড ঘটাল বাঁদরটি। মাথা হেঁট করে প্রণাম করল বিষাক্ত সরীসৃপটিকে। তার পর কী হল? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মেঠো রাস্তার ধারে বসে রয়েছে একটি পোষ্য বাঁদর। তার গলায় লোহার শিকল। এমন সময় একটি গোখরো বাঁদরটির একদম সামনে চলে আসে। বিষাক্ত সাপটির দিকে একদৃষ্টিতে কিছু ক্ষণ তাকিয়ে থাকার পরে সরীসৃপের সামনে মাথা ঝোঁকায় বাঁদরটি। প্রণাম করার ভঙ্গিতে মাথা হেঁট করে। তবে এর পর বাঁদরটি যা করে, তা আরও অদ্ভুত। গোখরোটিকে এক হাতে টেনে গলায় জড়িয়ে নেয় সে। এর পর সাপটিকে অন্য দিকে ফেলে দেয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সচিন_.২৪৪’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে বিস্ময় প্রকাশ করলেও অনেকে আবার ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভিডিয়োটি কৃত্রিম মেধা বা এআই দিয়ে তৈরি বলেও দাবি করেছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কী ভয়ঙ্কর! বাঁদরটি কামড় খায়নি এই রক্ষে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘অবিশ্বাস্য! মনে হচ্ছে ভিডিয়োটি এআই দিয়ে বানানো।’’