Bengaluru

নগ্ন হয়ে ডাকাতি! বান্ধবীকে চমকে দিতে ২৫ লক্ষ টাকার মোবাইল নিয়ে চম্পট দিলেন যুবক, গ্রেফতারও হলেন

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৯ মে রাতে বোম্মানহল্লি এলাকার একটি মোবাইলের দোকানে ঢোকেন যুবক। দোকানের দেওয়ালে দু’ফুট চওড়া গর্ত করে ভিতরে ঢোকেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৩:১৬
Share:

ছবি: সংগৃহীত।

বান্ধবীকে চমকে দিতে নগ্ন হয়ে মোবাইলের দোকানে ডাকাতি! যুবকের কাণ্ডে হইচই বেঙ্গালুরুতে। ঘটনাটি গত ৯ মে বেঙ্গালুরুর বোম্মানহল্লি এলাকার একটি দোকানে ঘটেছে। সম্প্রতি সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। সমাজমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে ঘটনাটি নিয়ে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৯ মে রাতে বোম্মানহল্লি এলাকার একটি মোবাইলের দোকানে ঢোকেন অভিযুক্ত যুবক। দোকানের দেওয়ালে দু’ফুট চওড়া গর্ত করে ভিতরে ঢোকেন তিনি। কিন্তু তার আগে পরনের জামাকাপড় বাইরে খুলে রেখে যান। সম্পূর্ণ নগ্ন অবস্থায় ডাকাতি করেন। নিয়ে পালিয়ে যান ২৫ লক্ষ টাকার মোবাইল। দোকানের সিসি ক্যামেরায় তাঁর সেই কীর্তি ধরা পড়ে।

ডাকাতির খবর পেয়ে তৎপর হয় পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে শুরু হয়ে খোঁজ। ধরা পড়েন যুবক। জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশকে জানিয়েছেন, বান্ধবীকে মুগ্ধ করতে ডাকাতি করেছিলেন তিনি। তাঁর জামাকাপড় যাতে নষ্ট না হয়ে যায়, সে কারণে নগ্ন হয়ে দোকানে ঢুকেছিলেন।

Advertisement

সেই ঘটনাটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই হাসির রোল উঠেছে। মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। কেউ কেউ আবার যুবকের কর্মকাণ্ডের নিন্দা করে সরব হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement