bizarre

‘অস্ত্রোপচার কি তুমি করবে? হাসপাতালের জিপিএস পাঠাও’! অনুপস্থিতির প্রমাণ পাঠাতে বললেন বস্‌

তরুণী লিখেছেন যে, তিনি তাঁর বস্‌কে আগেই জানিয়েছিলেন যে নিকটাত্মীয়ের ক্যানসারের অস্ত্রোপচারের কারণে তিনি অফিসে অনুপস্থিত থাকবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ০৯:৪৩
Share:

—প্রতীকী ছবি।

আত্মীয়ের জটিল অস্ত্রোপচারের জন্য অফিসের মিটিংয়ে যোগ দিতে পারেননি তরুণী। অনুপস্থিতির কৈফিয়ত চেয়ে তরুণীর কাছে হাসপাতালের ছবি ও জিপিএস লোকেশন পাঠাতে বললেন বস্‌। তরুণীর দাবি, ঘটনার আগে তিনি তাঁর ম্যানেজারকে অনুপস্থিতির কারণ জানিয়ে ছুটি চেয়েছিলেন। সেই আবেদনের কথা বেমালুম অস্বীকার করে তরুণীর অনুপস্থিতির কারণ ও ব্যাখ্যা খারিজ করে দেন বলে অভিযোগ করেছেন ওই কর্মী। পুরো বিষয়টি তিনি সমাজমাধ্যম এক্সে পোস্ট করেছেন। সেই পোস্টটি ভাইরালও হয়েছে।

Advertisement

ওই ভাইরাল পোস্টে তরুণী লিখেছেন যে, তিনি তাঁর বস্‌কে আগেই জানিয়েছিলেন, নিকটাত্মীয়ের ক্যানসারের অস্ত্রোপচারের কারণে তিনি অফিসে অনুপস্থিত থাকবেন। তরুণীর দাবি, আগে থেকে আবেদন করা সত্ত্বেও তাঁর ম্যানেজার সেটি উপেক্ষা করেন। অনুপস্থিতির প্রমাণ দেওয়ার জন্য তাঁকে চাপ দিতে থাকেন বলে অভিযোগ করেছেন তরুণী। পারিবারিক জরুরি অবস্থার সময় হাসপাতালের ছবি, প্রেসক্রিপশন, এমনকি তাঁর জিপিএস লোকেশন দাবি করেন বস্।

পরবর্তী পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। পারিবারিক সমস্যার কথা জানাতেই বস্‌ নাকি বলেন, ‘‘অফিসে না এসে হাসপাতালে যাওয়ার কী প্রয়োজন? অস্ত্রোপচার কি তুমি করছিলে?’’ কর্মীর সঙ্গে এ-হেন আচরণ অনুপযুক্ত বলে প্রতিবাদ করেন তরুণী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পারিবারিক কর্তব্য পালনের বিষয়ে তাঁকে নির্দেশ দেওয়ার কোনও অধিকার বসের নেই। তরুণীর দাবি, ম্যানেজার প্রায় ৩০ মিনিট ধরে তাঁর উপর চিৎকার করেছিলেন। তার পর তরুণীকে বাড়িতে ফিরে হাসপাতালের রেকর্ড-সহ ক্ষমা চেয়ে ইমেল করতে বলেছিলেন। পরিবর্তে তরুণী পদত্যাগ করেছেন বলে পোস্টে জানিয়েছেন। অনেক সমাজমাধ্যম ব্যবহারকারী ম্যানেজারের আচরণের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তরুণীর প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement