—প্রতীকী ছবি।
মাসে কোটি কোটি টাকা আয় করেন তরুণী। চার বছর ধরে সম্পর্কে রয়েছেন। বর্তমানে একত্রবাস করছেন তিনি। সম্পর্ক অটুট রাখতে প্রেমিকের কাছে অদ্ভুত প্রস্তাব রেখেছেন তরুণী। এক পুরুষে অনুরক্ত না থেকে ঘন ঘন শয্যাসঙ্গী বদল করার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। প্রেমিকার ইচ্ছা পূরণ করলেন তরুণ। গত কয়েক বছর ধরে খোলামেলা সম্পর্কে রয়েছেন তাঁরা। একে অপরকে ভালবাসেন দু’জন। কিন্তু দু’জনেই সম্পর্কে স্বাদবদলের জন্য ঘন ঘন শয্যাসঙ্গীও পরিবর্তন করেন।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণীর নাম কামি স্ট্রেলা। আমেরিকার বাসিন্দা তিনি। ‘অকুপেশনাল থেরাপি এবং নিউরোথেরাপি’ নিয়ে পড়াশোনা করেছিলেন কামি। কিন্তু ২০১৯ সালে কোভিড অতিমারির সময় পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তিনি। তার পর মডেলিংয়ের দিকে ঝুঁকে পড়েন কামি। বর্তমানে পেশায় মডেল এবং নেটপ্রভাবী তিনি। সমাজমাধ্যমে দুষ্টু ছবি এবং ভিডিয়ো পোস্ট করে উপার্জন করেন কামি। প্রতি মাসে কামির আয় দু’লক্ষ ২০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৮ কোটি ৮ লক্ষ ৭ হাজার ৯১৯ টাকা)। তাঁর প্রেমিকের নাম লেভ লিবেন।
স্নাতকোত্তর স্তরে পাঠরত অবস্থায় কামির সঙ্গে আলাপ হয়েছিল লেভের। সেই সময় লেভ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। দু’বছর সম্পর্কে থাকার পর লেভকে বহুগামিতার প্রস্তাব দিয়েছিলেন কামি।
মডেল তরুণীর দাবি, সম্পর্কের গোড়ার দিকে তাঁদের নানা ধরনের নিয়মকানুন ছিল। তা নিয়ে বিরক্ত হয়ে গিয়েছিলেন কামি। সম্পর্কে স্বাদবদল করতে চেয়েছিলেন তরুণী। কামির দাবি, তিনি নারী-পুরুষ নির্বিশেষে সকলের সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে চেয়েছিলেন। কিন্তু সেই সম্পর্ক শুধুমাত্র চার দেওয়ালের ভিতরেই অন্তরঙ্গ। কয়েক মাস আগে এক শয্যাসঙ্গীর সঙ্গে তাইল্যান্ডও ঘুরতে গিয়েছিলেন কামি। শয্যাসঙ্গীর সংখ্যা বাড়ার পর থেকে ফুরফুরে মেজাজে থাকতে শুরু করেন কামি। কিন্তু তিনি একা এই আনন্দ উপভোগ করতে চাননি। লেভকেও বহুগামিতা নিয়ে উৎসাহ দিতে শুরু করেন কামি।
মাঝেমধ্যে প্রেমিককেও শয্যাসঙ্গী খুঁজে দিতে সাহায্য করেন তিনি। কামি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘লেভ ওর যৌন অভিজ্ঞতার কথা আমায় এসে বলে। ও যদি এমন কোনও নারীর কথা উল্লেখ করে, যাঁর সঙ্গে যৌনতায় লিপ্ত হয়ে দারুণ মজা পেয়েছে তা হলে আমিও সেই মহিলার সঙ্গে যোগাযোগ করি। সেই মহিলার সঙ্গে যৌনতায় মাতি আমি।’’ কামির কথায়, তিনি লেভের কাছে বরাবর সৎ থাকেন। সততাই সম্পর্কের চাবিকাঠি বলে বিশ্বাস করেন তিনি। কামি বলেন, ‘‘আমার শয্যাসঙ্গীর সংখ্যা যতই হোক না কেন, লেভের সঙ্গে সঙ্গম করে অন্য রকম উপলব্ধি হয় আমার। সেখানে প্রেম থাকে, অনেক বেশি ঘনিষ্ঠতা থাকে। তার সঙ্গে কোনও কিছুর তুলনা করা যায় না।’’