Viral Video

সাতসকালে আইআইটির ক্যাম্পাসে ‘দৌড় প্রতিযোগিতা’! তিন হরিণের সঙ্গে পাল্লা অ্যালবিনো ব্ল্যাকবাকের, ভাইরাল ভিডিয়ো

স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে দৌড়চ্ছে তিনটি হরিণ। তাদের সঙ্গে রয়েছে একটি অ্যালবিনো ব্ল্যাকবাক। সকালবেলা আইআইটির ক্যাম্পাসে ঢুকে পড়েছিল চার চতুষ্পদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১১:০৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সকালবেলা উঠেই গা গরম করে নিচ্ছে চতুষ্পদেরা। পাশের জঙ্গল থেকে কলেজের অ্যাথলেটিক্স ট্র্যাকে নেমে পড়েছে চার চতুষ্পদ। তাদের মধ্যে শুরু হয়েছে দৌড় প্রতিযোগিতা। তিনটি হরিণের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়চ্ছে একটি অ্যালবিনো ব্ল্যাকবাক। সম্প্রতি চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে এমনই একটি দৃশ্য ধরা পড়েছে। সমাজমাধ্যমের পাতায় ছড়িয়েও পড়েছে সেই ভিডিয়ো।

Advertisement

শনিবার দুপুরে আইআইটি মাদ্রাজের তরফে তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়ো থেকে ধরা পড়েছে আইআইটির ক্যাম্পাসের ভিতর মনোহর সি বাস্তা স্টেডিয়ামের দৃশ্য। সেই স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে দৌড়চ্ছে তিনটি হরিণ। তাদের সঙ্গে রয়েছে একটি অ্যালবিনো ব্ল্যাকবাক।

আইআইটির ক্যাম্পাসের অনতিদূরেই রয়েছে গুইন্ডি জাতীয় উদ্যান। কলেজ কর্তৃপক্ষের দাবি, সেই জঙ্গল থেকেই সকালবেলা আইআইটির ক্যাম্পাসে ঢুকে পড়েছিল চার চতুষ্পদ। স্টেডিয়ামের মাঠে তখন স্প্রিঙ্কলার দিয়ে ভিজিয়ে দেওয়া চলছে। মাঠ ছেড়ে সোজা অ্যাথলেটিক্স ট্র্যাকে নেমে পড়েছিল তারা। তাদের দৌড় দেখে মনে হচ্ছে যে, সকলেই যেন এক দৌড় প্রতিযোগিতায় নেমেছে।

Advertisement

দৌড়নোর কিছু ক্ষণ পর একটি হরিণ ট্র্যাক থেকে বেরিয়ে অন্য দিকে ছুটে গেল। তার পিছনে ছুটে গেল ব্ল্যাকবাকটি। কিছু ক্ষণ পর চার চতুষ্পদই দাঁড়িয়ে পড়ল। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘আইআইটি মাদ্রাজের ক্যাম্পাস শুধুমাত্র শিক্ষাকেন্দ্র নয়, তার পাশাপাশি উদ্ভিদ এবং প্রাণীকুল রক্ষা করতেও ভূমিকা পালন করে। প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলা আমাদের দায়িত্ব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement