Bizarre

হবু পুত্রবধূকে অপছন্দ, শোধ তুলতে পুত্রের বিয়ের দিন ‘ভুল’ পোশাকে হাজির হলেন মা! তার পর…

বিয়ের দিন সাদা রঙের সুন্দর গাউন পরেছিলেন তরুণী। যখন তিনি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হলেন, তখন হবু শাশুড়ির দিকে চোখ যায় তাঁর। শাশুড়ির পোশাক দেখে চমকে ওঠেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ১১:০০
Share:

—প্রতীকী ছবি।

ছেলে প্রেম করে বিয়ে করছে। পুত্রের জীবনে এই বিশেষ দিনে আনন্দে থাকার কথা ছিল তরুণের মায়ের। কিন্তু বিয়ের আগের দিন কান্নায় ভেঙে পড়লেন তিনি। মায়ের পছন্দ অগ্রাহ্য করে কী ভাবে তরুণ তাঁর পছন্দের পাত্রীকে বিয়ে করছেন, তা নিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন তিনি। সে কথা কানেও গেল পাত্রীর।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, বহু দিন ধরে সম্পর্কে ছিলেন এক তরুণ। কিন্তু তাঁর প্রেমিকাকে বিশেষ পছন্দ ছিল না তরুণের মায়ের। কিন্তু প্রেমিকাকে বিয়ে করবেন বলে জেদ ধরে নিয়েছিলেন তরুণ। ছেলের মন রাখতে নিমরাজি হয়েও বিয়েতে মত দিয়েছিলেন তাঁর মা। কিন্তু বিয়ের আগের দিন কান্নায় ভেঙে পড়লেন তিনি। তাঁর ধারণা, তাঁর আদরের পুত্র তাঁকে বাদ দিয়ে অন্য এক জনকে গুরুত্ব দিয়ে ফেলেছেন।

তরুণ যে মায়ের পছন্দ-অপছন্দের তোয়াক্কা না করে নিজের পছন্দের পাত্রীকে বিয়ে করতে চলেছেন তা নিয়েই গোল বাধালেন তরুণের মা। হবু কনের কানেও সে কথা পৌঁছোতে দেরি হল না। কিন্তু পাত্র-পাত্রী দু’জনেই বিয়ের সিদ্ধান্তে অনড়। তাই শোধ তুলতে বিয়ের দিন ‘অঘটন’ ঘটিয়ে বসলেন তরুণের মা।

Advertisement

‘আর/ওয়েডিংশ্যামিং’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় নাম প্রকাশ না করে এক তরুণী তাঁর বিয়ের অভিজ্ঞতার উল্লেখ করেছেন। তরুণী জানান, বিয়ের দিন সাদা রঙের সুন্দর গাউন পরেছিলেন তিনি। যখন তিনি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হলেন, তখন হবু শাশুড়ির দিকে চোখ যায় তাঁর। শাশুড়ির পোশাক দেখে চমকে ওঠেন তরুণী।

শাশুড়িও তাঁর মতো লম্বা সাদা গাউন পরেছেন। তাঁর পোশাক দেখে মনে হচ্ছে, তিনিই যেন বিয়ে করতে চলেছেন। পাত্রের মায়ের এই কাণ্ড দেখে মুখ খোলেননি কেউ। তরুণ-তরুণীও এই বিষয়ে কোনও উচ্চবাচ্য করেননি। তাঁরা শান্তিতে বিয়ের অনুষ্ঠান সারেন।

তবে বিয়ের দিন নাকি ছেলেকে এক মুহূর্তের জন্য কাছছাড়া করেননি তাঁর মা। পুত্রের গায়ে গায়েই লেগেছিলেন তিনি। তার পর থেকেই শাশুড়ি-বৌমার সম্পর্কে চিড় ধরে গিয়েছে। খোলামেলা মনে শাশুড়ির সঙ্গে মিশতে পারেন না বলে দাবি করেছেন তরুণী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement