Bizarre

‘এত টাকা নিয়ে কী করবেন?’ ডাব কাটার জন্য তাড়া দেওয়ায় তরুণী ক্রেতাকে জ্ঞান বিক্রেতার

বিক্রেতার জীবনদর্শন ভাবিয়ে তুলেছে তরুণীকে। তরুণী জানান যে, তিনি অনলাইন মাধ্যমে গাড়ি বুক করেছিলেন। হাতে কয়েক মিনিট সময় রয়েছে দেখে রাস্তার ধারে এক বিক্রেতার কাছ থেকে ডাব কেনেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৪
Share:

—প্রতীকী ছবি।

অনলাইনে ক্যাব বুক করা হয়ে গিয়েছে। কয়েক মিনিটের মধ্যেই গাড়ি যথাস্থানে এসে পড়বে। গন্তব্যে যাওয়ার তাড়া রয়েছে তরুণীর। এই কম সময়ের মধ্যেই খাওয়া সারতে হবে তরুণীকে। রাস্তার ধারে ডাব নিয়ে বসেছিলেন এক বিক্রেতা। তাঁর কাছ থেকেই একটি ডাব কিনে ফেলেন তরুণী। ডাবটি যেন তাড়াতাড়ি কেটে দেওয়া হয় তার জন্য বিক্রেতাকে তাড়া দিতে শুরু করেন তরুণী। কিন্তু বিক্রেতার ধমক শুনে চমকে যান তিনি।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ে এই ঘটনাটি ঘটেছে। তরুণীর নাম গার্গী। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতা থেকে একটি ছবি পোস্ট করে তরুণী জানিয়েছেন, রাস্তার ধারে এক ডাববিক্রেতার কাছে বকা খেয়েছেন তিনি। শুধু তা-ই নয়, বিক্রেতার জীবনদর্শন ভাবিয়ে তুলেছে তরুণীকে। তরুণী জানান যে, তিনি অনলাইন মাধ্যমে গাড়ি বুক করেছিলেন। হাতে কয়েক মিনিট সময় রয়েছে দেখে রাস্তার ধারে এক বিক্রেতার কাছ থেকে ডাব কেনেন তিনি।

তরুণী বিক্রেতাকে বলেন, ‘‘তাড়াতাড়ি ডাব কেটে দাও। আমার গাড়ি চলে আসবে যে।’’ তরুণীর কথা শুনে বিক্রেতা তাঁকে বলেন, ‘‘এই যে এত হাড়ভাঙা খাটুনি খাটছেন তাতে কি কোনও লাভ হচ্ছে? এত টাকা নিয়ে করবেন কী? যদি খাওয়াদাওয়ার জন্য দু’দণ্ড সময় না পান, তা হলে চলবে? এগুলোর জন্য তো সময় বার করতে হবে।’’ বিক্রেতার কথা শুনে চমকে যান গার্গী।

Advertisement

সমাজমাধ্যমে ডাবের ছবি পোস্ট করে এই ঘটনার উল্লেখ করেন তিনি। গার্গীর পোস্ট দেখে বিক্রেতার জীবনবোধের প্রশংসা করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘সত্যিই। ইঁদুরদৌড়ে থাকতে থাকতে আমরা জীবনের ছোট ছোট মুহূর্তগুলো বাঁচতেই ভুলে গিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement