ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সংস্থার অধিকর্তা হয়ে সেই সংস্থারই এক ঊর্ধ্বতন মহিলাকর্মীর সঙ্গে পরকীয়া সম্পর্কে ছিলেন। কনসার্টে গিয়ে ক্যামেরায় ধরা পড়ে যায় তাঁদের আড়ালে-আবডালে গজিয়ে ওঠা সম্পর্ক। তার পর থেকেই সমালোচনার বন্যায় ভেসে যাচ্ছেন আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থার সিইও অ্যান্ডি বাইরন এবং তাঁর সংস্থার মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। এ বার সেই সমালোচনার শিকার হয়ে বসলেন অন্য অ্যান্ডি বাইরন। সমনামী হওয়ায় এই দুর্ভাগ্য হল তাঁর।
স্ত্রীকে ঠকিয়ে অফিসে পরকীয়া করছেন বলে সমনামী অ্যান্ডিকেই কটাক্ষ করতে শুরু করেছেন অনেকে। বাধ্য হয়ে নিজের পরিচয় দিতে বাধ্য হয়েছেন অ্যান্ডি। মশকরা করে সকলের ভুল ধরিয়ে দিয়ে সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করেছেন তিনি (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘অ্যান্ডি বাইরন’ নামের অ্যাকাউন্ট থেকে লিঙ্কডিনের পাতায় সেই সমনামী আসল অ্যান্ডির কথা উল্লেখ করে লেখেন, ‘‘না, আমি সেই অ্যান্ডি নই। আমি কোল্ডপ্লের কনসার্টে ধরা পড়িনি। আমি বড় পর্দার জন্য ভিডিয়ো বানাই। বড় পর্দার ভিডিয়োয় পরকীয়া করতে গিয়ে ধরা পড়ি না। আপনারা কেউ যদি সঠিক উদ্দেশ্যে ভিডিয়ো তৈরি করে মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে চান তা হলে সত্বর যোগাযোগ করুন।’’
সমনামী অ্যান্ডি এক ভিডিয়ো নির্মাণসংস্থার কর্মী। সমাজমাধ্যমে এত দিন সেই পরিচয়েই ছিলেন তিনি। কিন্তু কটাক্ষের তিরে ক্রমাগত বিদ্ধ হওয়ার পর ‘বায়োডেটা’ পরিবর্তন করে ফেলেন তিনি। আসল অ্যান্ডির পরকীয়া নিয়ে মশকরা করে সমনামী আরও লেখেন, ‘‘আমি যে এক দিনের জন্য সমাজমাধ্যমে রাজা হয়ে গিয়েছিলাম তা জানলে আমার স্ত্রী খুব খুশি হবে। আমি তো আর আমার সহকর্মীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ওকে ঠকাচ্ছি না।’’
বুধবার আমেরিকার বস্টনের ম্যাসাচুসেট্সের জিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লে ব্যান্ডের কনসার্টে যে অ্যান্ডিকে দেখা গিয়েছিল তিনি ২০২৩ সালের জুলাই মাসে একটি তথ্যপ্রযুক্তি সংস্থার সিইও পদে নিযুক্ত হয়েছিলেন। ন’মাস আগে সংস্থার মানবসম্পদ বিভাগের প্রধান হিসাবে নিযুক্ত হয়েছিলেন ক্রিস্টিন। ক্রিস্টিনের সঙ্গেই কোল্ডপ্লের কনসার্টে দেখা গিয়েছিল অ্যান্ডিকে। তবে তাঁরা ছিলেন অন্তরঙ্গ অবস্থায়।
ক্রিস্টিনকে আলিঙ্গন করে দর্শকাসনে দাঁড়িয়েছিলেন অ্যান্ডি। ক্রিস্টিনও সেই আলিঙ্গনে নিজেকে ডুবিয়ে মন ভরে গান শুনছিলেন। দর্শকাসনে এক যুগলকে এমন অন্তরঙ্গ অবস্থায় দেখে একটি ক্যামেরা সেই মুহূর্তটি বন্দি করে স্টেডিয়ামের পর্দায় তুলে ধরে। পর্দায় নিজেদের দেখে সঙ্গে সঙ্গে মুখ লুকোনোর জন্য বসে পড়েন অ্যান্ডি।
কী করবেন বুঝতে না পেরে হাত দিয়ে মুখ ঢেকে পিছনে ঘুরে যান ক্রিস্টিন। ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিনের নজরে সেই ভিডিয়ো পড়ায় তিনি মঞ্চ থেকে কিছু না জেনেই বলে ওঠেন, ‘‘হয় তাঁরা খুব লজ্জা পাচ্ছেন, নয়তো তাঁদের পরকীয়া সম্পর্ক রয়েছে।’’ তার পর থেকেই নেটপাড়ায় মৌখিক আক্রমণের বাণে বিদ্ধ হচ্ছেন সিইও এবং তাঁর মহিলা সহকর্মী।