Bizarre

সহজ শর্ত মানলেই মিলবে বিপুল সম্পত্তি! অচেনা ব্যক্তিকেও উত্তরাধিকার দিয়ে যেতে চান ৮০ বছরের বৃদ্ধ!

প্রিয়জনকে দেখাশোনার করার শর্তে ৮০ বছরের এক বৃদ্ধ অনলাইনে বিজ্ঞাপন দিতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সংবাদ প্রতিবেদন অনুসারে, চিনের এক বয়স্ক ব্যক্তি যে কাউকে তাঁর সম্পত্তি দিতে ইচ্ছুক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১০:০৭
Share:

ছবি: সংগৃহীত।

একটি মাত্র সহজ শর্ত। সেই শর্ত পূরণ করতে পারলেই ৮০ বছরের এক বৃদ্ধের স্থাবর ও অস্থাবর সমস্ত সম্পত্তি চলে আসতে পারে হাতের মুঠোয়। শর্তের নিয়মও এমন কিছু কঠিন নয়। সারা দিন ধরে যত্নআত্তি করতে হবে এক জনকে। আমৃত্যু। আর তাতেই মিলবে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি ও বাড়ি। ‘প্রিয়জন’কে দেখাশোনা করার শর্তে ৮০ বছরের এক বৃদ্ধ অনলাইনে বিজ্ঞাপন দিতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ‘সাউথ চায়না মর্নিং পোস্টে’র এক প্রতিবেদন অনুসারে, চিনের এক বয়স্ক ব্যক্তি যে কাউকে তাঁর সম্পূর্ণ উত্তরাধিকার ছেড়ে দিতে ইচ্ছুক।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে ৮০ বছর বয়সি ওই বৃদ্ধ তাঁর পোষা বিড়ালের দেখাশোনা করতে আগ্রহী এমন কাউকে তাঁর পুরো সম্পত্তি দান করে দেবেন বলে সমাজমাধ্যমে ঘোষণা করেছেন। লং নামের ওই ব্যক্তি দক্ষিণ চিনের গুয়াংডং প্রদেশে থাকেন। ১০ বছর আগে স্ত্রীকে হারানোর পর থেকে লং তাঁর বিড়াল জিয়ানবার সঙ্গে একাকী জীবনযাপন করছেন। এক বৃষ্টির দিনে তিনি জিয়ানবা এবং তার তিনটি বিড়ালছানাকে রাস্তা থেকে উদ্ধার করেছিলেন। স্ত্রীর মারা যাওয়ার পর কেবল জিয়ানবাই তাঁর সঙ্গে রয়ে গিয়েছে।

তাঁর মৃত্যুর পর পোষা প্রাণীর কী হবে তা নিয়ে চিন্তিত লং। জিয়ানবার যত্ন নিতে সক্ষম এক জনকে খুঁজে বেড়াচ্ছেন তিনি। গুয়াংডঙের স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে বলা হয়েছে, লং স্পষ্ট করে দিয়েছেন যে তিনি তাঁর ফ্ল্যাট, সঞ্চয় এবং অন্যান্য সম্পদ এমন কারও হাতে তুলে দিতে চান যিনি তাঁর পোষ্যের যত্ন করবেন। তবে এ রকম লোভনীয় প্রস্তাব সত্ত্বেও এখনও পর্যন্ত উপযুক্ত কাউকে খুঁজে পাননি লং।

Advertisement

সমাজমাধ্যমে এই বিষয়টি ভাইরাল হতেই নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকের। কয়েক জন উত্তরাধিকারের আশা না করেই বিড়ালটিকে দত্তক নেওয়ার প্রস্তাব দিয়েছেন। অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘যদি কেউ প্রস্তাবটি গ্রহণ করতে ইচ্ছুক না হন, তা হলে হয় তাঁরা সত্যিই বিড়ালদের ভালবাসেন না অথবা বৃদ্ধের শর্তগুলি খুবই কঠিন কিছু।’’ তৃতীয় ব্যক্তি আশঙ্কা প্রকাশ করেছেন, বৃদ্ধ সম্পত্তি দিলেও পরে তাঁর বৈধ উত্তরাধিকারী এসে এই বিষয়টি নিয়ে জটিলতা তৈরি করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement