ছবি :সংগৃহীত।
বিশাল চেহারার এক ষাঁড়। ছুঁচলো শিং। এক গুঁতোয় পেট ফুটো হওয়ার আশঙ্কা প্রবল। সেই ষাঁড়ের পিঠে চড়ে কুঁজ ধরে বসে রয়েছেন এক যুবক। রাস্তার মাঝখানে তাঁকে ষাঁড়ের পিঠে চড়তে দেখে হতবাক পথচলতি জনতা। ঘটনাটি মধ্যপ্রদেশের ছত্রপুরের। গত শনিবার সকালে ছত্রসাল চকে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা এই অদ্ভুত ঘটনা চাক্ষুষ করার পর অনেকেই মোবাইলে তা রেকর্ড করে রাখেন। সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ইনস্টাগ্রাম থেকে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, যুবকটি একটি ষাঁড়ের পিঠে চড়ে তার কুঁজ ধরে আছে। ষাঁড়ের উপর চড়ে অজানা কারও উদ্দেশে বার বার হাত জোড় করে প্রণাম করতে দেখা গিয়েছে তরুণকে। প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমে জানিয়েছেন, তরুণের মানসিক অবস্থা স্থিতিশীল নয়। জানা গিয়েছে, প্রথমে যুবকটি জোর করে ষাঁড়টির উপর বসে পড়েন। রেগে গিয়ে ষাঁড়টি তাঁকে পিঠ থেকে ছুড়ে ফেলার চেষ্টা করে। আশ্চর্যজনক ভাবে, ওই তরুণ প্রাণীটিকে নিজের বশে নিয়ে আসেন। তার পিঠে আদর করতেই ষাঁড়টি তরুণের কাছে আত্মসমর্পণ করে! স্থানীয়েরা যুবককে প্রাণীটির পিঠ নেমে যাওয়ার জন্য বার বার বোঝানোর চেষ্টা করেন। কারণ ষাঁড়ের মেজাজ যে কোনও সময় বিগড়ে যেতে পারে।
তরুণও একগুঁয়ে, বহু বার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে ষাঁড়ের পিঠ থেকে নামানো সম্ভব হয়নি। এলাকার প্রাক্তন কাউন্সিলর এসেও যুবককে নিরস্ত করতে পারেননি। প্রায় এক ঘণ্টা ধরে এই নাটকীয় পরিস্থিতি চলতে থাকে। অবশেষে, পুলিশের হস্তক্ষেপে যুবককে ষাঁড়ের পিঠ থেকে নামিয়ে আনা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।