Operation Sindoor

‘ভারত ঢুকে মেরেছে, আমাদের সেনা ব্যর্থ’! রাফাল ধ্বংস নিয়ে মিথ্যাচারও ফাঁস করলেন পাকিস্তানি নাগরিক

ভাইরাল ভিডিয়োয় পাকিস্তানের সমালোচনায় সরব হতে দেখা গিয়েছে ওই পাক যুবককে। পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার পাশাপাশি ভারতের অভিযানের সাফল্যের কথা ফুটে উঠেছে তাঁর মুখে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১২:৩২
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

পাকিস্তানে ঢুকে মেরেছে ভারত। নিজেদের লক্ষ্যপূরণ করেছে। ভারতীয় ক্ষেপণাস্ত্রের হানায় ছন্নছাড়া হয়েছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেমনটাই দাবি করলেন এক পাক নাগরিক। পাশাপাশি, ওই যুবক এ-ও দাবি করেছেন, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভুয়ো তথ্য ছড়াচ্ছে পাক সংবাদমাধ্যমগুলি। পাকিস্তান সরকারের ভারতীয় বিমান ধ্বংস করার দাবিও মিথ্যা বলে দাবি করেছেন তিনি। সরাসরি ভারতের প্রশংসা না করলেও ভারতীয় সেনার নির্ভুল হামলা চালানোর কথা স্বীকার করতে দেখা গিয়েছে তাঁকে। ওই পাক যুবকের ভিডিয়োটি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় পাকিস্তানের সমালোচনায় সরব হতে দেখা গিয়েছে ওই পাক যুবককে। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার পাশাপাশি ভারতের অভিযানের সাফল্যের কথা ফুটে উঠেছে তাঁর মুখে। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, “ভারত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটা আশ্চর্যজনক যে সব ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ভারত তার লক্ষ্যপূরণ করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা একটিও ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি। আমরা ব্যর্থ হয়েছি। ভারত ঘরে ঢুকে মেরেছে। এটাই বাস্তব। এমন না যে আমি ভারতের প্রশংসা করছি। ইজ়রায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এত শক্তিশালী। ভারত ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আমরা একটিও আটকাতে পারিনি। তা-ও ভারত আমাদের সেনাছাউনি লক্ষ্য করে হামলা চালায়নি। যদি ওরা তা করত, তা হলে কে তাদের থামাত?’’

বুধবার পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ জানিয়েছেন, ভারতের হামলার জবাব দিয়েছে সেনা। সেনাবাহিনীর পাল্টা গুলিতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। তার মধ্যে তিনটেই রাফাল। যদিও ওই পাক যুবক সেই মন্তব্য ভুয়ো বলে দাবি করেছেন। ভারতীয় বিমান ধ্বংস করার বিষয়ে ভুল তথ্য প্রচারের জন্য পাকিস্তানি সংবাদমাধ্যমেরও সমালোচনা করতে দেখা যায় ওই যুবককে। তাঁর কথায়, ‘‘ওগুলো সবই ভুয়ো খবর।”

Advertisement

পাক যুবকের সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে বিজেপি নেতা অমিত মালব্যের এক্স হ্যান্ডল থেকে। ওই পোস্টে অমিত লিখেছেন, ‘‘এই পাক নাগরিকের কথা শুনুন। কী ভাবে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে কোনও সামরিক বা অসামরিক এলাকায় আঘাত না করেই জঙ্গিঘাঁটিগুলিতে নির্ভুল ভাবে আঘাত হেনেছে সেনা, শুনে নিন। ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করার পাকিস্তানের দাবিকেও মিথ্যা বলেছেন তিনি। পাকিস্তানিরা ভাল ভাবেই জানেন যে কী ভাবে আঘাত করা হয়েছে তাঁদের।’’ এ ছাড়াও অন্য একাধিক এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই ভিডিয়োটি বহু মানুষ দেখেছেন। হইচই পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement