viral video

দেশকেই সমর্থন করতে জানেন না পাক তারকারা! অনুষ্ঠানে চটে লাল সঞ্চালিকা, ভিডিয়ো দেখে জুটল উপহাস

অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার চলার সময় পাকিস্তানি সংবাদ উপস্থাপিকা নাদিয়া নিজের দেশের তারকাদের সমালোচনা করা শুরু করেন। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে ‘‘আপনারা নির্লজ্জ। আপনারা কেবল আপনাদের অনুগামী সংখ্যা কত, আপনাদের পছন্দ এবং আপনাদের মতামতের কথা চিন্তা করেন।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৭:১২
Share:

পাক সংবাদ উপস্থাপিকা নাদিয়া খান। ছবি: সংগৃহীত।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। সেই হামলার পাল্টা জবাবে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের সীমান্তবর্তী এলাকার সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। ড্রোন, ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ভারত সেই হামলা প্রতিহত করেছে। ভারত-পাক ভূ-রাজনৈতিক সম্পর্কের এই উত্তেজনাময় পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানি সংবাদ উপস্থাপিকা নাদিয়া খানের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োয় নিজের দেশের খ্যাতনামী শিল্পী ও তারকাদের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে নাদিয়াকে। কোনও নাম উল্লেখ না করেই পাক তারকাদের সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

একটি অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার চলার সময় নাদিয়া নিজের দেশের তারকাদের সমালোচনা করা শুরু করেন। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘আপনারা নির্লজ্জ। আপনারা কেবল আপনাদের অনুগামীর সংখ্যা, আপনাদের পছন্দ এবং আপনাদের মতামতের কথা চিন্তা করেন। লজ্জা হওয়া উচিত। আপনাদের দেশের এখন আপনাদের প্রয়োজন। আপনারা কোথায়?’’ চটে লাল হয়ে সঞ্চালিকা জানান, যাঁরা সমাজমাধ্যমে শুধু নিজেদের স্বার্থের কথা চিন্তা করছেন তাঁদের সীমান্তে দাঁড়িয়ে যুদ্ধে লড়া দরকার। দেশের কঠিন সময়ে সমর্থন দেখাতে পারেন না এই সব তারকা, এমনটাই মত নাদিয়ার। ভিডিয়োর শেষে কার্যত হতাশ দেখায় তাঁকে।

ভিডিয়োটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর আবেগঘন বক্তব্য সমাজমাধ্যমে দ্রুত উপহাসের বিষয় হয়ে ওঠে। নেটমাধ্যম ব্যবহারকারীরা তাঁর বক্তব্যকে ভুয়ো বলে উপহাস করেন। সম্প্রচারের সময় পটভূমিতে থাকা এক জন ব্যক্তি তাঁকে জল দেওয়ার প্রস্তাব দেন। সেই কথা শুনে নেটাগরিকদের কেউ কেউ ব্যঙ্গ করে সিন্ধু জলচুক্তি স্থগিতের কথাও উল্লেখ করেছেন ভিডিয়োয়। ভিডিয়োটি ‘খুরপেঁচ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর ১০ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভারতীয় নেটাগরিকদের একাংশ ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য পোস্ট করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement