Bizarre

সিনেমা দেখতে গিয়ে প্রেক্ষাগৃহের মধ্যেই ল্যাপটপ খুলে কাজ শুরু করলেন তরুণী! ‘দাসত্বের যুগ’ বলে কটাক্ষ নেটপাড়ার

কয়েক সপ্তাহ আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মালয়ালম ভাষার ছবি ‘লোকা’। দর্শকমহলে সেই ছবি বিপুল প্রশংসা পেয়েছে। ব্যস্ত সময়ের মধ্যে অবসর পেয়ে ছবিটি দেখতে গিয়েছিলেন তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৭
Share:

ছবি: সংগৃহীত।

ব্যস্ত সময়ের মধ্যে অবসর পেয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন এক তরুণী। কিন্তু অফিস যে তাঁর পিছু ছাড়ে না। সিনেমা দেখতে গিয়েও ছুটি নেই তরুণীর। প্রেক্ষাগৃহে ঢোকার পর নিজের আসনে বসে আবার ল্যাপটপ খুলে কাজ করতে শুরু হল তাঁকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘আর/বেঙ্গালুরু’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি ছবি পোস্ট করেছেন এক নেটব্যবহারকারী। সেই ছবিতে দেখা গিয়েছে যে, এক তরুণী প্রেক্ষাগৃহে বসে ল্যাপটপ খুলে কাজ করছেন। এই ঘটনাটি বেঙ্গালুরুর একটি প্রেক্ষাগৃহে ঘটেছে। কয়েক সপ্তাহ আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মালয়ালম ভাষার ছবি ‘লোকা’। দর্শকমহলে সেই ছবি বিপুল প্রশংসা পেয়েছে। ব্যস্ত সময়ের মধ্যে অবসর পেয়ে ছবিটি দেখতে গিয়েছিলেন বেঙ্গালুরুর এক তরুণী।

ছবিটি শুরু হওয়ার আগে প্রেক্ষাগৃহে প্রবেশ করে নিজের আসন গ্রহণ করেছিলেন তরুণী। কিন্তু বসতে না বসতেই ব্যাগ থেকে ল্যাপটপ বার করে কাজ করতে শুরু করে দিলেন তিনি। এক প্রত্যক্ষদর্শী সেই ছবি তোলেন। তখনও অবশ্য সিনেমা শুরু হয়নি।

Advertisement

কিন্তু তরুণীর এই পরিস্থিতি দেখে সমাজমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। এক জন নেটাগরিক ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘‘অফিসের কারণে ব্যক্তিগত জীবনকে জলাঞ্জলি দিতে হচ্ছে আজকাল। এ যেন দাসত্বের যুগ চলছে। নিজের জন্য দু’-তিন ঘণ্টা সময়ও পাওয়া যাবে না। তরুণীর অবস্থা দেখে সত্যিই খুব খারাপ লাগছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement