Bizarre

‘পোকেমন’-এর মতো দেখতে এক টুকরো চিপ্‌স! নিলামে উঠতেই ৭৭ লক্ষ টাকায় বিক্রি

কার্টুনপ্রেমীদের কাছে এই চরিত্র জনপ্রিয় বটে। সেই চিপ্‌সের টুকরোটিও যেন ‘চারিজ়ার্ড’-এর মতো দেখতে। সেই কারণেই চিপ্‌সটির আলাদা করে নাম রাখা হয়েছে ‘চিতোজ়ার্ড’।

Advertisement
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১৬:২৬
Share:

৭৭ লাখি চিপ্‌স! —ছবি: সংগৃহীত।

খেতে সাধারণত ঝাল হয় ‘চিতো’ চিপ্‌স। কিন্তু সেই এক টুকরো চিপ্‌স যে কখনও নিলামে উঠে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হতে পারে তা মনে হয় কল্পনাও করতে পারেননি খাদ্যপ্রেমীরা। লাল রঙের এই চিপ্‌সের টুকরো দেখতেই অন্য রকম। তাই তার চাহিদাও বেশি। ড্রাগনের মতো দেখতে, মুখ দিয়ে আগুন বার হয় এমন একটি ‘পোকেমন’ হল ‘চারিজ়ার্ড’।

Advertisement

কার্টুনপ্রেমীদের কাছে এই চরিত্র জনপ্রিয় বটে। সেই চিপ্‌সের টুকরোটিও যেন ‘চারিজ়ার্ড’-এর মতো দেখতে। সেই কারণেই চিপ্‌সটির আলাদা করে নাম রাখা হয়েছে ‘চিতোজ়ার্ড’। জর্জিয়ার হোলি স্প্রিংস এলাকার একটি দোকানে এই চিপ্‌সটি পাওয়া গেলে তা সংরক্ষণ করে রাখা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনলাইন সংস্থার মাধ্যমে চিপ্‌সটি নিলাম করা হয়।

১০ ফেব্রুয়ারি প্রথম নিলামে তার দাম ওঠে ২৫০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২১ হাজার ৭৮৭ টাকা। কিন্তু চিপ্‌সের টুকরোর মূল্য লাফিয়ে লাফিয়ে বেড়েই চলল। মোট ৬০ বার নিলামে দাম বৃদ্ধি হওয়ার পর অবশেষে ২ মার্চ চিপ্‌সটি ৮৭,৮৪০ ডলার টাকায় বিক্রি হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৭৬ লক্ষ ৫৫ হাজার ১৯০ টাকা অর্থাৎ প্রায় ৭৭ লক্ষ টাকার কাছাকাছি।

Advertisement

৭৭ লাখি চিপ্‌সের খবর ছড়িয়ে পড়ায় তা নিয়ে নেটাগরিকদের মনে কৌতূহল জাগিয়েছে। এক জন মন্তব্য করেছেন, ‘‘চিপ্‌সটি কী অন্য রকম খেতে? লক্ষ লক্ষ টাকা খরচ করে তা কেনার অর্থ কী?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement