Telangana shocker

পরকীয়ায় আসক্ত গৃহবধূ ইউটিউব দেখে খুন করলেন স্বামীকে! সন্তানের অভিযোগে গ্রেফতার মা ও তাঁর প্রৌঢ় প্রেমিক

মাতাল স্বামীর সঙ্গে প্রায়শই অশান্তি লেগে থাকত রমা নামের গৃহবধূর। ৫০ বছর বয়সি কর্ণের সঙ্গে আলাপ জমে ওঠে তাঁর। ধীরে ধীরে তাঁদের মধ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, রমা স্বামীর হাত থেকে মুক্তি পেতে চাইছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৩:০১
Share:

—প্রতীকী ছবি।

ইউটিউব দেখে হত্যার পদ্ধতি খুঁজে বার করে স্বামীকে খুন। ষড়যন্ত্রের সঙ্গী প্রৌঢ় প্রেমিক। বিষ দিয়ে স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার তেলঙ্গানার এক গৃহবধূ। ঠান্ডা মাথায় প্রেমিকের সঙ্গে যুক্তি করে রমা নামের ওই মহিলা ইউটিউব দেখে খুন করেন স্বামী সম্পতকে। গৃহবধূ ও তাঁর প্রেমিক কর্ণকে পুলিশ গ্রেফতার করেছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। সম্পত একটি পাঠাগারের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। তাঁর মদ্যপানে প্রবল আসক্তি ছিল। তাঁদের দুই সন্তানও রয়েছে। সংসার চালাতে রাস্তার পাশে খাবারের দোকান চালাতেন রমা।

Advertisement

মাতাল স্বামীর সঙ্গে প্রায়শই অশান্তি লেগে থাকত রমার। খাবারের দোকানেই ৫০ বছর বয়সি কর্ণের সঙ্গে আলাপ জমে ওঠে রমার। ধীরে ধীরে তাঁদের মধ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, রমা সম্পতের হাত থেকে মুক্তি পেতে চাইছিলেন। স্বামীকে হত্যা করার পথ খুঁজতে তিনি ইউটিউবে অনুসন্ধান শুরু করেন। সেখানে একটি ভিডিয়োয় কানে কীটনাশক ঢেলে হত্যা করার পদ্ধতি চোখে পড়ে যায় তাঁর। রমা এই ভয়াবহ পরিকল্পনাটির কথা তাঁর প্রেমিককে জানান। তাঁরা দু’জনেই সম্পতকে হত্যার পরিকল্পনা করেন।

জুলাইয়ের শেষের দিকে এক রাতে তাঁরা মদ খাইয়ে সম্পতকে অচেতন করে দেন। এর পর স্বামীর কানে কীটনাশক ঢেলে দেন রমা। কিছু ক্ষণ পর মারা যান সম্পত। পরের দিন থানায় স্বামীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন রমা। ১ অগস্ট সম্পতের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের সন্দেহ ঘনীভূত হয় যখন সম্পতের দেহ ময়নাতদন্ত করতে দিতে আপত্তি তোলেন রমা ও তাঁর প্রেমিক কর্ণ। মৃতের ছেলেও বাবার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে পুলিশে অভিযোগ দায়ের করেন। কল রেকর্ড, সিসিটিভি ফুটেজ দেখে সম্পত খুনের সন্দেহে রমা ও কর্ণকে গ্রেফতার করা হয়। তাঁদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement