Gujrat hospital

প্রকাশ্যে গুজরাতের প্রসূতি হাসপাতালের সিসিটিভি ফুটেজ! হ্যাকিং না নেপথ্যে বড় চক্রান্ত? শুরু তদন্ত

হাসপাতালের প্রসূতি বি‌ভাগের রোগীদের পরীক্ষানিরীক্ষার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে বলে দাবি। এই ধরনের বেশ কয়েকটি ভিডিয়ো ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৪
Share:

ছবি: সংগৃহীত।

হোটেলের কামরা বা শপিং মলের ভিতরের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার ঘটনা প্রায়ই ঘটে। এ বার গুজরাতের একটি বেসরকারি হাসপাতালের প্রসূতি বি‌ভাগের রোগীদের পরীক্ষানিরীক্ষা করার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে বলে দাবি। এই ধরনের বেশ কয়েকটি ভিডিয়ো ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয়েছে বলেও সংবাদমাধ্যম সূত্রে খবর। সেই ঘটনা জানাজানি হওয়ার পর হাসপাতালের রোগীদের গোপনীয়তা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে প্রশ্ন উঠেতে শুরু করেছে। রাজকোটের ওই হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক রোগীকে ইঞ্জেকশন দিচ্ছেন নার্স। রোগীদের গোপনীয়তা রক্ষার্থে সেই ফুটেজ প্রকাশ্যে আনল না আনন্দবাজার অনলাইন

Advertisement

সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা নজরে আসে পুলিশেরও। অহমদাবাদ সাইবার ক্রাইম দফতরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সিসিটিভি ফুটেজ হ্যাক করা হয়েছে। হাসপাতালের কর্মরত চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালের ভিডিয়োগুলি কী ভাবে ভাইরাল হয়েছে তা জানা যায়নি। হাসপাতালের সিসিটিভি সার্ভারটি হ্যাক করা হয়েছে বলে মনে হচ্ছে। কেউ চক্রান্ত করছে কি না, তা-ও স্পষ্ট নয়। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তদন্তে সব রকম সহযোগিতা করা হবে বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। রাজকোট সাইবার ক্রাইম পুলিশও একটি মামলা দায়ের করেছে। দলটি চিকিৎসক-সহ হাসপাতালের কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement