Viral Video

মিড-ডে মিলের ডিম চুরি করছেন প্রধানশিক্ষক! থলিতে পুরছেন চুপিচুপি, ভাইরাল ভিডিয়োয় হইচই

অভিযোগ, গত ১৩ তারিখে মিড-ডে মিলের বরাদ্দ পৌঁছে দিতে সরকারি ভ্যান স্কুলে আসে। সেই সময় চুপিচুপি ওই ভ্যান থেকে ডিম তুলে একটি প্লাস্টিকে ভরে নেন সুরেশ। তার পর সেখান থেকে চলে যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৬:২০
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

ছাত্রদের মিড-ডে মিলের বরাদ্দ থেকে ডিম চুরি করছেন প্রধানশিক্ষক! বিহারের বৈশালী জেলার একটি সরকারি স্কুলে এমনই অভিযোগকে কেন্দ্র করে হইচই পড়েছে সারা রাজ্য জুড়ে। প্রধানশিক্ষকের ডিম চুরির একটি ভিডিয়োও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন

Advertisement

সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত ১৩ ডিসেম্বর। অভিযুক্ত ওই প্রধানশিক্ষকের নাম সুরেশ সাহনি। অভিযোগ, গত ১৩ তারিখে মিড-ডে মিলের বরাদ্দ পৌঁছে দিতে সরকারি ভ্যান স্কুলে আসে। সেই সময় চুপিচুপি ওই ভ্যান থেকে ডিম তুলে একটি প্লাস্টিকে ভরে নেন সুরেশ। তার পর সেখান থেকে চলে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। শোরগোল পড়ে গিয়েছে সেই ভিডিয়োটিকে কেন্দ্র করে।

গ্রামবাসী এবং পড়ুয়াদের অভিযোগ, এই প্রথম নয়, এর আগেও এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন প্রধানশিক্ষক সুরেশ। বিহারের শিক্ষা দফতরের সূত্র অনুযায়ী, সুরেশের বিরুদ্ধে শো-কজ় নোটিস জারি করা হয়েছে। বৈশালীর জেলা শিক্ষা আধিকারিক বীরেন্দ্র নারায়ণ নিশ্চিত করেছেন যে, প্রধানশিক্ষক তাঁর কর্মকাণ্ডের জন্য সঠিক কারণ দর্শাতে না পারলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ওই প্রধানশিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

Advertisement

ভাইরাল ভিডিয়োটি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন খুশবু নামের এক সাংবাদিক। সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। সমালোচনার ঝড়ও বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement