ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পড়ুয়াদের পড়ানোর ফাঁকে এক বার ফোনে চোখ বুলিয়ে নিচ্ছিলেন শিক্ষক। তখনই মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। কথা নেই, বার্তা নেই— তাঁর প্রিয় গায়িকা হঠাৎ বাগ্দান সেরে ফেললেন! শুভ মুহূর্তের সেই ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে আংটিবদলের খবর ঘোষণা করেন গায়িকা। তা চোখে পড়তেই মন ভেঙে গেল শিক্ষকের। মন দিয়ে ক্লাস করাতে পারবেন না বলে পড়ুয়াদের ছুটিই দিয়ে দিলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায়। এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘দ্য.ইন্ডিপেনডেন্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক শিক্ষক ক্লাস চলাকালীন পড়ুয়াদের ছুটি দিয়ে দিচ্ছেন।
ক্লাসে লাগানো প্রজেক্টরের স্ক্রিনে একটি ছবি দেখিয়ে শিক্ষক বলছেন, ‘‘টেলর সুইফ্ট সবেমাত্র বাগ্দান সেরে ফেলেছেন। এই ছবি দেখার পর আমি পড়ানোয় মন দিতে পারব না। তোমরাও ক্লাসে মন দিতে পারবে না। তাই আজ আর ক্লাস করার দরকার নেই। তোমরা সকলে বেরিয়ে যাও। আজ তোমাদের ছুটি।’’
এই ঘটনাটি মঙ্গলবার আমেরিকার নক্সভিলের টেনেসি বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। সেই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ম্যাথিউ পিটম্যান। মঙ্গলবার ক্লাস নিতে ব্যস্ত ছিলেন তিনি। সেই সময় সমাজমাধ্যমে মার্কিন গায়িকা টেলর সুইফ্টের বাগ্দান পর্বের ছবি দেখে ফেলেন ম্যাথিউ।
দু’বছর সম্পর্কে থাকার পর ট্রেভিস কেল্সের সঙ্গে আংটিবদল পর্ব সেরে ফেলেছেন টেলর। সেই ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে ঘোষণা করেছেন গায়িকা। প্রিয় গায়িকার জীবনের এই খবর পেয়ে মন ভেঙে যায় ম্যাথিউয়ের। আর পড়ানোর মতো মানসিক অবস্থায় না থাকায় ক্লাস ছুটি দিয়ে দেন তিনি। হঠাৎ ছুটি পেয়ে ক্লাস থেকে হইহই করতে করতে বেরিয়ে যান পড়ুয়ারা।