Viral Video

ডুবুরির পা ধরে ঝুলে পড়ল সিল! মনের সুখে চুলকে দিল পা-ও, মজার ভিডিয়ো ভাইরাল

সমুদ্রের গভীরে যেতেই তাঁর পা ধরে ঝুলে পড়ে একটি সিল। তরুণের পা জড়িয়ে ধরে নখ দিয়ে ডুবুরির পা চুলকোতে থাকে সে। সিলের মুখ দেখে মনে হয় যে, ডুবুরির পা চুলকে খুব মজা পেয়েছে সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ০৮:৫৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চারদিকে নীল জল। গভীর সমুদ্রে ক্রমশ ডুবে যাচ্ছেন এক তরুণ। সমুদ্রের গভীরে যেতেই তরুণের পা জড়িয়ে ধরল একটি সিল। তাঁর পা ধরে ঝুলে গিয়ে চুলকোতে শুরু করল সিলটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মাইকেলবয়েড’ নামের অ্যাকাউন্ট থেকে ফেসবুকের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গভীর সমুদ্রে ডুব দিয়েছেন এক তরুণ ডুবুরি। সমুদ্রের গভীরে যেতেই তাঁর পা ধরে ঝুলে পড়ে একটি সিল। তরুণের পা জড়িয়ে ধরে নখ দিয়ে ডুবুরির পা চুলকোতে থাকে সে। সিলের মুখ দেখে মনে হয় যে, ডুবুরির পা চুলকে খুব মজা পেয়েছে সে। তবে সিলটিকে দেখে কিছুই করছেন না সেই ডুবুরি।

বরং স্থির ভাবে তিনিও জলের গভীরে ডুবে যাচ্ছেন। তা দেখে ডুবুরির পা আরও ভাল করে জড়িয়ে ধরল সিলটি। এমনকি, ডুবুরির পা ধরে নিজের মাথাও ঘষতে শুরু করল সে। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে তাতে ভলবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘ভিডিয়োটি খুব মিষ্টি। সিলটি খুব যত্ন নিয়ে ডুবুরির পা ধরে রয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement