ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
শখ করে টেসলার গাড়ি কিনেছেন এক ব্যক্তি। কারখানা থেকে তাঁর বাড়ি ৩০ মিনিট দূরে। কিন্তু গাড়ির ডেলিভারি নিতে তিনি টেসলার কারখানায় যাননি। বরং গাড়িটি নিজেই নিজেকে ক্রেতার বাড়ির ঠিকানায় পৌঁছে দেয়। গাড়ির ভিতর ছিল সম্পূর্ণ ফাঁকা। সম্প্রতি টেসলার পক্ষ থেকে এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় পোস্ট করা হয়েছে। টেসলার অধিকর্তা ইলন মাস্কও নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখে টেসলার কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার টেসলা সংস্থার তরফে তাদের এক্স হ্যান্ডলে পর পর দু’টি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। একটি ভিডিয়ো প্রায় সাড়ে ৩ মিনিটের। দ্বিতীয় ভিডিয়োটি আধ ঘণ্টা দীর্ঘ। সংস্থার তরফে জানানো হয়েছে, এক ব্যক্তি টেসলার মডেল ওয়াই গাড়িটি কিনেছেন। স্বচালিত সেই গাড়িটি নিতে কারখানায় আসেননি তিনি। বরং গাড়িটিই নিজে থেকে ৩০ মিনিটের পথ অতিক্রম করে ক্রেতার বাড়ির ঠিকানায় পৌঁছে যায়।
তার পর বাড়ির সামনে ফাঁকা জায়গায় গাড়িটি নিজে থেকেই পার্ক হয়ে যায়। স্বচালিত গাড়ির পিছনে একটি ক্যামেরা লাগানো ছিল। সেই ক্যামেরায় আধ ঘণ্টার যাত্রাপথের পুরো ভিডিয়োটি বন্দি করা হয়েছে। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছে টেসলা। ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গাড়ির চালকের আসন ফাঁকা। গাড়িটি ‘সেল্ফ ড্রাইভ’ মোডে রয়েছে। টেক্সাসের অস্টিনের গিগাফ্যাক্টরির ভিতর থেকে গাড়িটি তার যাত্রা শুরু করে। ৩০ মিনিট পর ক্রেতার বাড়ির সামনে পৌঁছে যায় এটি।
ইলন তাঁর সমাজমাধ্যমের পাতায় এই ঘটনার উল্লেখ করে টেসলার কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। ইলন লিখেছেন, ‘‘এই প্রথম টেসলার মডেল ওয়াইয়ের স্বচালিত গাড়ি নিজে থেকেই মালিকের বাড়িতে পৌঁছে গিয়েছে। তা-ও আবার ডেলিভারির নির্ধারিত সময়ের এক দিন আগেই। সফ্টঅয়্যার এবং এআই চিপ ডিজ়াইনের জন্য টেসলার সকল কর্মীকে শুভেচ্ছা জানাই।’’