Viral Video

সাইকেল চালাচ্ছে ‘সবুজ মশা’! রোদ থেকে বাঁচতে মুখে পদ্মপাতা লাগিয়ে ঘুরছেন তরুণীরা, ভাইরাল ভিডিয়ো

দুই তরুণী মুখে পদ্মপাতা লাগিয়ে মনের সুখে সাইকেল চালাচ্ছেন। রোদ থেকে বাঁচার জন্য বাড়ির পাশের পুকুর থেকে পদ্মপাতা তুলে এনেছিলেন তাঁরা। তার পর সেই পাতা মুখে লাগিয়ে, টুপি পরে চাঁদিফাটা গরমে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১০:৫৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রোদে বেরোলে সূর্যের তাপে গা পুড়ে যায়। সানস্ক্রিন মাখার পরিবর্তে তার বিকল্প খুঁজে বার করলেন দুই তরুণী। বাড়ির পাশের পুকুর থেকে পদ্মপাতা তুলে আনলেন তাঁরা। তার পর পদ্মপাতা দিয়ে মুখ ঢেকে রাস্তায় সাইকেল চালাতে বেরোলেন দুই তরুণী। সেই ভিডিয়ো (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ায় হাসির রোল ওঠে নেটপাড়ায়।

Advertisement

‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই তরুণী মুখে পদ্মপাতা লাগিয়ে মনের সুখে সাইকেল চালাচ্ছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই দুই তরুণী চিনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা। সূর্যরশ্মি থেকে রক্ষা পেতে বাড়ির পাশের পুকুর থেকে পদ্মপাতা তুলে এনেছিলেন তাঁরা। তার পর সেই পাতা মুখে লাগিয়ে, টুপি পরে চাঁদিফাটা গরমে সাইকেল চালাতে বেরিয়েছিলেন তাঁরা।

Advertisement

এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁদের অনুসরণ করে অনেকেই পদ্মপাতা দিয়ে মুখ ঢেকে সাইকেল অথবা মোটরবাইক চালানোর ভিডিয়ো পোস্ট করতে শুরু করেন। নেটাগরিকদের এমন ভিডিয়ো চোখে পড়তেই অনেকে মজা করে মন্তব্য করেছেন, ‘‘সকলকে সবুজ মশার মতো দেখতে লাগছে। ভারী মজার কাণ্ড।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement