—প্রতীকী ছবি।
বিনা টিকিটে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় ভ্রমণ করছিলেন তরুণ। টিকিট পরীক্ষক টিকিট দেখতে চাইলে আচমকা অদ্ভুত আচরণ করতে শুরু করেন তিনি। কোচের ভিতরে চিৎকার করে সকলের সামনে পোশাক খুলে ফেলতে শুরু করেন ওই যাত্রী। সেই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান কামরার বাকি যাত্রীরা। কুর্লা-কোয়ম্বত্তূর এক্সপ্রেসে বিনা টিকিটে ভ্রমণ করার অপরাধে ওই তরুণকে অন্ধ্রপ্রদেশের গুন্টাকাল স্টেশনে ধরা হয়। ঘটনাটি ঘটেছে ২১ জুন রাতে।
টিকিট পরীক্ষকের অভিযোগ, টিকিট ছাড়াই একটি শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় উঠে বসেছিলেন অভিযুক্ত। মহিলা টিকিট পরীক্ষক বিষয়টি রেল সুরক্ষা বাহিনীকে (আরপিএফ) জানান। কর্নাটকের রায়চুর স্টেশনে ট্রেনটি পৌঁছোনোর পর আরপিএফের কর্মীরা তাঁকে ট্রেন থেকে নামানোর চেষ্টা করতেই তিনি অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। জামাকাপড় খুলে ফেলে প্রতিবাদ জানানোর চেষ্টা করেন তিনি। যাত্রীদের সামনেই তিনি অভব্য আচরণ করতে শুরু করেন বলে অভিযোগ।
রেলের পুলিশ সুপার সৌম্য লতা সংবাদমাধ্যমে জানিয়েছেন, মহিলা টিকিট পরীক্ষক ঘটনার একটি ভিডিয়ো রেকর্ড করেন। আরপিএফের কন্ট্রোল রুমে ফোন করে তিনি জানান যে, বিনা টিকিটে এসি কোচে উঠে অভব্য আচরণ করছেন এক তরুণ। জিআরপি এবং আরপিএফ রায়চুর স্টেশনে ওই ব্যক্তিকে ট্রেন থেকে নামিয়ে দেন। রেলরক্ষীদের ধারণা, ওই ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ। তাই তাঁর বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হয়নি।