viral video

দু’কাঁধের উপর ভর করে দাঁড়িয়ে বিশাল বাঘ! মারণখেলায় মাতলেন তরুণ! হাড়হিম করা ভিডিয়ো প্রকাশ্যেই আসতেই হইচই

চিড়িয়াখানায় এক দৈত্যাকার বাঘের সঙ্গে এক তরুণ পর্যটকের ছবি তোলার ভিডিয়োটি ভাইরাল হয়েছে। বাঘটি তরুণের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে। ওই অবস্থায় ছবি তোলার কাজ চলতে থাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৮
Share:

ছবি: সংগৃহীত।

দু’কাঁধের উপর ভর করে দাঁড়িয়ে রয়েছে বিশাল এক বাঘ। হাতজোড় করে বসে ছবি তুলছেন এক তরুণ। তাইল্যান্ড বেড়াতে গিয়ে রাজকীয় এক বাঘের সঙ্গে যেন ছেলেখেলা করে এলেন ওই তরুণ। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভিডিয়ো দেখে শিউরে উঠছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রশিক্ষকের তত্ত্বাবধানে একটি বিশাল বাঘের কাছে বসে রয়েছেন তরুণ। দু’জন মিলে বাঘটিকে ধরে রয়েছেন। তরুণের ইচ্ছা বাঘের সঙ্গে ছবি তোলার। তাইল্যান্ডের চিড়িয়াখানায় চাইলে বাঘকে দুধ খাওয়ানো বা তার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ছবি তোলার সুযোগ রয়েছে। এমনই একটি চিড়িয়াখানায় দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হয়েছে। দৈত্যাকার প্রাণীটিকে পর্যটকের কাছে এনে ছবি তোলানোর চেষ্টা করছেন। রাজকীয় বাঘটি মাঝেমাঝেই উত্তেজিত হয়ে পড়ছে। প্রাণীটিকে শান্ত ও বশে রাখার জন্য এক জন প্রশিক্ষক বাঘটিকে দুধ খাইয়ে চলেছেন। এক পর্যায়ে, এক জন গাইড পর্যটকটির কাঁধে বাঘের থাবা তুলে দেন। বাঘ তরুণের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে। ওই অবস্থায় ছবি তোলার কাজ চলতে থাকে।

ভিডিয়োয় দেখা গিয়েছে বাঘটি মাঝেমাঝে তরুণের মাথা লক্ষ করে মুখ নামিয়ে নিচ্ছে। এই দৃশ্যটিই শিরদাঁড়ায় কাঁপন ধরাবার জন্য যথেষ্ট। যে পর্যটক ছবি তুলছিলেন তিনিও প্রাণ হাতে করেই বসেছিলেন। সেটি তাঁর অভিব্যক্তিতে ফুটে উঠছিল ভিডিয়োয়। ভিডিয়োটি পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার লাইক জমা পড়েছে। সমাজমাধ্যম ব্যবহারকারীরা তরুণের সাহস দেখে বিস্ময় প্রকাশ করেছেন। এক জন নেটাগরিকের মন্তব্য, ‘‘ভাইয়ের হৃৎস্পন্দন নিশ্চয়ই ড্রামের চেয়েও জোরে জোরে বাজছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘তাড়াতাড়ি ছবি তুলে নিন, নাহলে যে কোনও মুহূর্তে নিজেই ছবি হয়ে যাবেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement