ছবি: সংগৃহীত।
একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে এক তরুণের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন ২৯ বছর বয়সি তরুণী। মাত্র একটি রাতই মিলিত হন তাঁরা। সেই যৌনমিলনের পর গর্ভনিরোধক ব্যবহার করেও দু’সপ্তাহ পর তিনি বুঝতে পারেন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। পরীক্ষার পর দেখা যায় যমজ সন্তানের মা হতে চলেছেন তিনি। স্কটল্যান্ডের বাসিন্দা হলি ফার্থ নামের ওই তরুণী সম্প্রতি নিজের জীবনের গল্প ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। হলি প্রকাশ করেছেন যে তাঁর সন্তানদের জৈবিক পিতা কেমন দেখতে আজ আর তা তিনি মনে করতে পারেন না!
২০২৪ সালের জুলাই মাসে হলি একটি বিয়েবাড়ির অনুষ্ঠান যোগ দেন। যেখানে এক অজ্ঞাত পুরুষের সঙ্গে আলাপ হয় তাঁর। তাঁরা একসঙ্গে রাত কাটান। পরের দিন সকালে, গর্ভধারণ আটকাতে হলি একটি গর্ভনিরোধক বড়ি খেয়েছিলেন। তবে হলির ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। দু’সপ্তাহ পরে তিনি আবিষ্কার করেন যে মা হতে চলেছেন। ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি হলি যমজ কন্যা শার্লট এবং রোজ়ের জন্ম দেন। দুই কন্যার জন্মের পর একাই সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন হলি। অস্বাভাবিক মনে হওয়া সত্ত্বেও হলি এই পরিস্থিতিকে আশীর্বাদ বলে মনে করেন। ইনস্টাগ্রামে একটি ভিডিয়োয় হাসতে হাসতে হলি বলেছেন, ‘‘লোকে জিজ্ঞাসা করে যে মেয়েরা তাঁদের বাবার মতো দেখতে কি না। আমি কেবল হেসে বলি যে আমি জানি না। কারণ আমি তাঁকে মাত্র এক বার দেখেছিলাম। সেই সময় আমি এতটাই মদ্যপ ছিলাম যে আজ তাঁর মুখ মনে পড়ে না।’’
সন্তানদের প্রথম বার দেখার অভিজ্ঞতা কেমন ছিল, তা-ও সমাজমাধ্যমে ভাগ করেছেন হলি। জানান, তিনি মা হওয়ার পরিকল্পনা করেননি। কিন্তু এখন কন্যাদের ছাড়া জীবন কল্পনাও করতে পারেন না। হলি আরও জানান, তাঁর সন্তানদের জৈবিক পিতা এখনও যোগাযোগ করেননি। হয়তো কখনও সেই চেষ্টা তিনি করবেন না। ভবিষ্যতে যদি তিনি মেয়েদের সঙ্গে দেখা করতে চান তা হলে হলির তরফ থেকে দরজা সর্বদা খোলা থাকবে।