দুরবস্থার কথা শোনাচ্ছেন যাত্রীরা। ছবি: এক্স থেকে নেওয়া।
ট্রেনে মারাত্মক ভিড়। তিলধারণের জায়গা নেই। ২৪ ঘণ্টা ধরে খাবার-জল না খেয়ে, প্রস্রাব চেপে সফর করছেন যাত্রীরা! এমনই দৃশ্য দেখা গেল অবধ-অসম এক্সপ্রেসের একটি কামরায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অবধ-অসম এক্সপ্রেস ট্রেনের একটি কামরায় অতিরিক্ত ভিড় থাকার কারণে প্রায় ২৪ ঘণ্টা জল-খাবার না খেয়ে ছিলেন সেই কামরার যাত্রীদের একাংশ। ভিড় এমনই যে, তা ঠেলে শৌচালয় পর্যন্ত যাওয়াও দুষ্কর হয়ে পড়েছে। ফলে প্রস্রাব চেপেই সফর করেছেন তাঁরা। ট্রেনটি লখনউয়ের চারবাগ স্টেশনে পৌঁছোনোর পর এক সাংবাদিক ওই ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলেন। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, অবধ-অসম এক্সপ্রেস ট্রেনের একটি কামরার এক যাত্রীর সঙ্গে কথা বলছেন এক জন সাংবাদিক। ওই যাত্রীকে বলতে শোনা গিয়েছে যে, তিনি রাজস্থান থেকে আসছেন এবং গত ২৪ ঘণ্টা ধরে ট্রেনেই আছেন। কামরায় এতটাই ভিড় যে, তিনি নড়তে পারছেন না। এমনকি, শৌচালয়েও যেতে পারছেন না। ভয়ে জলও খাচ্ছেন না। আরও এক জন যাত্রীও একই অভিজ্ঞতার কথা জানান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘পীযূষ রাই’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রায় তিন লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার অসন্তোষ প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘১২ হাজার বিশেষ ট্রেন চালানোর দাবি করা হচ্ছে। কিন্তু যাত্রীদের অবস্থা শোচনীয়। মানুষ ভয়ে জল খাচ্ছেন না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এ সব দেখলেই আমার ট্রেনে উঠতে ভয় করে।’’
উল্লেখ্য, অবধ-অসম এক্সপ্রেস উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে দ্বারা পরিচালিত একটি ট্রেন। এটি অসমের ডিব্রুগড় থেকে রাজস্থানের বিকানের জেলার লালগড় পর্যন্ত চলে। দীর্ঘ যাত্রাপথের কারণে, ট্রেনটি প্রায়ই নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে গন্তব্যে পৌঁছোয়। যাত্রীদের ভিড়ও হয় চোখে পড়ার মতো।