Viral Video

তীর্থ নয়, হৃষীকেশে গিয়ে বাঞ্জি জাম্পিং! রোমাঞ্চের নেশায় নাচতে নাচতে শূন্য থেকে লাফ ৮২-র বৃদ্ধার, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বাঞ্জি প্ল্যাটফর্মে নির্ভীক ভাবে দাাঁড়িয়ে রয়েছেন বৃদ্ধা। তাঁর পরনে ধূসর টিশার্ট এবং ট্র্যাক প্যান্ট। নিরাপত্তার কারণে সর্বাঙ্গে দড়ি বাঁধা। লাফানোর ঠিক আগের মুহূর্তে আনন্দে নাচতে দেখা যায় তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৭:৫৬
Share:

হৃষীকেশে বৃদ্ধার বাঞ্জি জাম্পিং। ছবি: ইনস্টাগ্রাম।

বয়স হলে ভারতের অনেক মানুষই তী‌র্থ করতে হরিদ্বার-হৃষীকেশ যান। কিন্তু হৃষীকেশ গিয়ে তীর্থ নয়, এ বার বাঞ্জি জাম্পিং করলেন ৮২ বছর বয়সি এক বৃদ্ধা। ঝাঁপ দেওয়ার আগে নির্ভীক হয়ে নেচেও দেখালেন শূন্যে ভাসমান প্ল্যাটফর্ম থেকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ঝড়ও তুলেছে ভাইরাল সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোমাঞ্চের নেশায় হৃষীকেশের শিবপুরীতে অবস্থিত দেশের সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং প্ল্যাটফর্মে গিয়েছিলেন ৮২ বছর বয়সি ওই বৃদ্ধা। সেখান থেকেই শূন্যে ঝাঁপ দেন তিনি। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বাঞ্জি প্ল্যাটফর্মে নির্ভীক ভাবে দাাঁড়িয়ে রয়েছেন বৃদ্ধা। তাঁর পরনে ধূসর টিশার্ট এবং ট্র্যাক প্যান্ট। নিরাপত্তার কারণে সর্বাঙ্গে দড়ি বাঁধা। লাফানোর ঠিক আগের মুহূর্তে আনন্দে নাচতে দেখা যায় তাঁকে। এর পর শূন্যে লাফ দেন তিনি। শরীরে বাঁধা দড়ির সাহায্যে অনেক ক্ষণ ধরে শূন্যেই ঝুলতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘গ্লোবসামডটইন্ডিয়া’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বৃদ্ধার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘এগিয়ে চলুন ঠাকুমা। আপনি আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘জীবনকে সম্পূর্ণ ভাবে উপভোগ করছেন বৃদ্ধা। অসাধারণ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement