মুখে বাজি রেখে যুবকের কেরামতি। ছবি: ইনস্টাগ্রাম।
মুখের ভিতরে আতশবাজি রেখে আগুন ধরালেন যুবক! আগুনের ফুলকি বেরিয়ে এল মুখ থেকে। দীপাবলি উদ্যাপনের তেমনই একটি ভয়ঙ্কর ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, লাল জামা এবং জিন্সের প্যান্ট পরে মাঝরাস্তায় দাঁড়িয়ে দীপাবলি উদ্যাপন করছেন এক যুবক। হঠাৎই একটি আতশবাজি মুখে নেন তিনি। দাঁত দিয়ে চেপে ধরেন বাজিটি। এর পর একটি লাইটার দিয়ে আতশবাজিতে আগুন ধরিয়ে দেন। সঙ্গে সঙ্গে আতশবাজি জ্বলে ওঠে। স্ফুলিঙ্গ বার হতে থাকে তাঁর মুখ দিয়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ওই কাণ্ড ঘটানোর পরেও যুবক আহত হননি বলেই খবর।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সোগাজ়িয়াবাদ’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের অনেকে ভিডিয়োটি দেখে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন অনেকে ক্ষোভপ্রকাশও করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এই সব মানুষেরা জীবনের মূল্য দিতে জানে না।” অন্য এক জন লিখেছেন, “গাজ়িয়াবাদের রাবণ।” একজন বলেছেন, “ওকে সীমান্তে পাঠিয়ে দিন।” আবার আর এক জন মন্তব্য করেছেন, “ভারত আর ভারতীয়দের জন্যও নয়।” তৃতীয় জন আবার লিখেছেন, ‘‘দয়া করে এ সব করবেন না। বাচ্চারা এ সব দেখে প্রভাবিত হয়।”