Viral Video

প্রেমিকের সঙ্গে পালাচ্ছিলেন তরুণী, মাঝরাস্তায় দাদা ধরতেই নিজের মাথায় ইট মারলেন প্রেমিক! ভাইরাল নাটকীয় ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণ এবং তরুণী প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন। পরিবারের তরফে সম্পর্ক মেনে নেবে না, এই ভয়ে বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নেন তাঁরা। পালাচ্ছিলেন হরিদ্বারের মঙ্গলৌর থেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১১:০২
Share:

মাঝরাস্তায় দাদা-বোনের ঝামেলা। ছবি: এক্স থেকে নেওয়া।

প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালাচ্ছিলেন তরুণী। কিন্তু মাঝরাস্তায় ধরে ফেললেন তরুণীর দাদা। হরিদ্বারের মঙ্গলৌর জাতীয় সড়কের শান্ত বিকাল অশান্ত হয়ে উঠল মুহূর্তে। বোন এবং তাঁর প্রেমিককে দেখে কী করলেন দাদা? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণ এবং তরুণী প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন। কিন্তু পরিবারের তরফে সম্পর্ক মেনে নেবে না, এই ভয়ে বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নেন তাঁরা। মঙ্গলৌর থেকে পালাচ্ছিলেনও। কিন্তু মঙ্গলৌরের জাতীয় সড়কে তাঁদের হাতেনাতে ধরে ফেলেন তরুণীর দাদা। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ি থেকে পালানো নিয়ে রাস্তার মধ্যে তর্ক-বিতর্কে জড়িয়েছেন তরুণী এবং তাঁর দাদা। পাশে চুপ করে দাঁড়িয়ে তরুণীর প্রেমিক। নাটকীয় দৃশ্য দেখতে চারপাশে ভিড় জমে গিয়েছে। কেউ কেউ সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। এক-দু’জন পরিস্থিতি শান্ত করার জন্য হস্তক্ষেপ করার চেষ্টাও করেন। কিন্তু তাঁদের প্রচেষ্টা ব্যর্থ হয়। এক পর্যায়ে গিয়ে যে দোকানের বাইরে ঝামেলা চলছিল, তার মালিক বাইরে বেরিয়ে আসেন। ভাই এবং বোনকে টেনে সেখান থেকে সরিয়ে দেন। এর মধ্যেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। এত ক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকা তরুণীর প্রেমিক একটি ইট তুলে নিয়ে নিজেকে আঘাত করতে থাকেন। সকলে থমকে যান। এর পর তরুণীর দাদা যুগলকে হয় বিয়ে করার, নয়তো আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে বলেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকে ভিডিয়োটি দেখে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘রোজ রোজ কী সব দেখতে হয় সমাজমাধ্যমে! ঠিক করে পালাতেও পারে না।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সব ঠিক আছে, কিন্তু প্রেমিকের নিজেকে ইট দিয়ে আঘাত করা একটু বেশি নাটকীয় হয়ে গিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement