Viral Video

উল্টে গেল ট্রাক, বেরিয়ে এল ২৫ কোটি মৌমাছি, এলাকায় জারি জরুরি অবস্থা! ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

সেই ট্রাকের ভিতর ৩১,৭৫০ কেজিরও বেশি সক্রিয় মৌচাক ছিল। যার ভিতর প্রায় ২৫ কোটি মৌমাছি ছিল। দুর্ঘটনার ফলে গাড়ির ভিতরে থাকা সমস্ত মৌচাক রাস্তায় ছিটকে পড়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৭:৫১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তার চারদিকে অন্ধকার। কোটি কোটি মৌমাছি মাথার উপর উড়ে বেড়াচ্ছে। রাস্তায় পুলিশের পাশাপাশি ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন মৌমাছি পালনকারীরা। মৌমাছির কামড় থেকে বাঁচার জন্য সকলের পরনেই রয়েছে চোখমুখ ঢাকা মোটা পোশাক। সকলেই চাকের মধ্যে মৌমাছিদের ফিরিয়ে আনার চেষ্টায় ব্যস্ত রয়েছেন। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ওয়ার্ল্ড নিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তার বাঁকে উল্টে পড়ে রয়েছে একটি বিশাল ট্রাক। বিবিসি সূত্রে খবর, শুক্রবার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের কাছে একটি রাস্তায় মৌমাছি বহনকারী একটি ট্রাক উল্টে যায়।

জানা গিয়েছে, সেই ট্রাকের ভিতর ৩১,৭৫০ কেজিরও বেশি সক্রিয় মৌচাক ছিল। যার ভিতর প্রায় ২৫ কোটি মৌমাছি ছিল। দুর্ঘটনার ফলে গাড়ির ভিতরে থাকা সমস্ত মৌচাক রাস্তায় ছিটকে পড়ে যায়। কোটি কোটি মৌমাছি বন্দিদশা থেকে মুক্তি পেয়ে উড়তে থাকে। সঙ্গে সঙ্গে ওই এলাকায় জরুরি অবস্থা জারি করে স্থানীয় পুলিশ।

Advertisement

মৌমাছির আক্রমণের আশঙ্কায় কর্তৃপক্ষ তাৎক্ষণিক ভাবে জনসাধারণের উদ্দেশে এলাকা এড়িয়ে চলার জন্য সতর্কতা জারি করেন। মৌমাছি উদ্ধারের জন্য ২৪ জনেরও বেশি দক্ষ মৌমাছি পালনকারীকে ডাকা হয়। স্থানীয় প্রতিবেদন সূত্রে খবর, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মৌমাছিদের তাদের রানিদের সঙ্গে পুনর্মিলন করাতে এবং তাদের মৌচাকে ফিরে যেতে সাহায্য করেছে মৌমাছি পালনকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement