ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তায় বৃষ্টির জল জমে থইথই অবস্থা। তার মধ্যেই দামি গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়েছেন এক চালক। বন্যায় গাড়ির ছাদটুকু শুধুমাত্র উঁকি দিচ্ছে। তবুও থামার নাম নেই চালকের। রাস্তায় জলের স্রোত তুলে ক্রমশ ছুটে চলেছে গাড়িটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মোটরবিম’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জলমগ্ন রাস্তা দিয়ে ছুটে চলেছে একটি এসইউভি। রাস্তায় এতটাই জল জমা হয়ে রয়েছে যে, জলের উপর থেকে শুধুমাত্র এসইউভির ছাদটুকু দেখা যাচ্ছে। তবুও সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে গাড়িটি। গাড়ির গতিবেগের কারণে রাস্তায় জলের স্রোত উঠেছে। জলের স্রোত ভেঙে গাড়িটি একেবারে শুকনো রাস্তায় গিয়ে উঠল। ঘটনাটি কেরলে ঘটেছে বলে জানা গিয়েছে।
সমাজমাধ্যমে এমন অনেক ভিডিয়ো দেখা যায় যেখানে এসইউভি গাড়ির কার্যকারিতা সম্পর্কে জানা যায়। কত রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া যায় তারই উদাহরণস্বরূপ সেই ভিডিয়োগুলি পোস্ট করা হয়। কেরলের জলমগ্ন রাস্তার ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অধিকাংশ ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। আবার কেউ কেউ চালককে কটাক্ষও করেছেন। এক জন লিখেছেন, ‘‘এত বিপদ মাথায় নিয়ে গাড়ি চালানোর কোনও অর্থ হয় না।’’