ছবি: সংগৃহীত।
জনবহুল রাস্তা। হেঁটে আসছেন পথচারীরা, দ্রুত গতিতে চলে যাচ্ছে বাইক। তারই মধ্যে একটি জ্যান্ত সাপের মাথায় দড়ি বেঁধে রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে এক নাবালক। পথচলতি মানুষ হঠাৎ করে রাস্তায় সাপ দেখে ভয়ে চমকে যাচ্ছেন। থমকে যাচ্ছে গাড়ি-ঘোড়াও। এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে সন্ধ্যাবেলার দিকে ভরা বাজারে একটি সাপের মাথায় দিকে দড়ি বেঁধে রাস্তায় ছুটোছুটি করছে এক নাবালক। সাপটি জীবন্ত থাকায় বাঁধন ছেড়ে পালানোর চেষ্টা করে। দশ-বারো বছরের ছেলেটির হাতে দড়িটি শক্ত করে ধরা ছিল বলে পালাতে পারেনি সাপটি। সাপটিকে নিয়ে সামনে ছুটতে থাকে সে। সাপটিকে এ ভাবে ভরা রাস্তায় দেখে চারদিকে আতঙ্ক তৈরি হয়। পথচলতি মানুষ সাপের কামড় থেকে বাঁচার জন্য এ দিক-ও দিক দৌড়োদৌড়ি করতে থাকেন। একটি বাইকের সামনে সাপটি চলে আসায় আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে পড়তে বাধ্য হন চালক। হুলস্থুল পড়ে যায় চতুর্দিকে। অন্যদের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি করে দিয়েছে খুদে ‘দস্যু’, এমনটাই মনে করছেন নেটাগরিকেরা।
ভিডিয়োটি ‘আদিত্যতিওয়ারি৯১১১’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর প্রচুর মানুষ তা দেখেছেন। নাবালকটির দুষ্টুমি দেখে নানা মন্তব্য করেছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। এক জন লিখেছেন, ‘‘এই খুদে শয়তানটিকে বাড়ি বন্দি করে রাখা দরকার।’’ আর এক জন লিখেছেন, ‘‘ছোট প্যাকেট কিন্তু বড় ধামাকা।’’