ছবি: সংগৃহীত।
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সোজা একটি বাড়ির পাঁচিলে তুলে দিলেন এক ব্যক্তি। গাড়ির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এবং গাড়িটি দ্রুত গতিতে দেওয়ালের উপরে উঠে যায়। দেওয়ালে ধাক্কা মারার ফলে প্রচণ্ড শব্দে বাইরে বেরিয়ে আসেন আশপাশের বাসিন্দারা। দেওয়ালের উপর উঠে যাওয়া গাড়ি দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। তেলঙ্গানার মেদচাল-মালকাজগিরি জেলায় এক ব্যক্তি মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটিয়ে ফেলেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি দেওয়ালে ঝুলছে একটি সাদা রঙের সেডান গাড়ি। গত ২৪ জুলাই রাতের অন্ধকারে বাড়ির দেওয়ালের উপরে উঠে গিয়ে সজোরে ধাক্কা মারে সেটি। অভিযোগ, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ও দিগ্বিদিক জ্ঞান হারিয়ে শম্ভীপুরের একটি বাড়ির দেওয়ালে গাড়ি নিয়ে চড়ে বসেন। গাড়ির ধাক্কায় বাড়ির ও বাগানের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাটি দেখার জন্য লোকজন জড়ো হয়ে যায়। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেন ব্যবহার করে গাড়িটিকে নামিয়ে আনে। চালকের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা জানা যায়নি। ‘তেলগু স্ক্রাইব’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার পর লক্ষাধিক মানুষ ভিডিয়োটি দেখেছেন। প্রচুর লাইক ও কমেন্ট জমা পড়েছে ভিডিয়োয়। ঘটনাটি দেখে অনেকেই বিশ্বাস করতে পারছেন না। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কেউ কি দয়া করে ব্যাখ্যা করতে পারবেন কী ভাবে এটা সম্ভব?’’