viral video

জলের ধারে ঘুরছিল বেবুন, হঠাৎ হামলা কুমিরের! জলের নীচে চলল অসম যুদ্ধ, রইল ভিডিয়ো

দুই বন্যপ্রাণের মধ্যে লড়াইয়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ‘মেমোলওয়াইল্ডলাইফ’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়েছে খাদ্য-খাদকের লড়াইয়ের সেই ভিডিয়ো।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৮
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ফাঁকা জমি দিয়ে নিশ্চিন্তে হেঁটে চলে বেড়াচ্ছিল একটি বেবুন। ঘূণাক্ষরেও টের পায়নি সরু এক ফালি জলার নীচে ওত পেতে বসে আছে সাক্ষাৎ মৃত্যুদূত। জলের ধারে এসে পড়তেই চোখের নিমেষে টেনে নিয়ে গেল বেবুনটিকে। জলের মধ্যে চলল বিপুল দাপাদাপি। দুই বন্যপ্রাণের মধ্যে লড়াইয়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ‘মেমোলওয়াইল্ডলাইফ’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়েছে খাদ্য-খাদকের লড়াইয়ের সেই ভিডিয়ো। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অল্প অল্প ঘাসে ঢাকা একটি পাথুরে জমিতে ঘুরে বেড়াচ্ছে একদল বেবুন। তাদেরই একটি দলছুট হয়ে চার পায়ে হাঁটতে হাঁটতে জলের ধারে চলে যায়। শিকারের আশায় জলের নীচে নিশ্চল হয়ে বসেছিল একটি হিংস্র সরীসৃপ। বাগে পাওয়ামাত্রই বেবুনের একটি পা ধরে নেয় শিকারি কুমিরটি। কুমিরের ধারালো দাঁতের কবল থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। জলের মধ্যে শিকারকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে কুমির। প্রবল ঝটাপটি চলে দু’পক্ষের।

দলের বাকি বেবুনগুলি ঘুরতে ঘুরতে জাতভাইকে এ ভাবে কুমিরের পেটে চলে যেতে দেখে থমকে দাঁড়িয়ে থাকে। শেষে কুমিরটি নিজের শিকারকে নিয়ে জলের মাঝখানে টেনে নিয়ে উদরস্থ করে। ডিসেম্বরে পোস্ট হওয়া এই ভিডিয়োটি সমাজমাধ্যমে কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ১২ হাজার সমাজমাধ্যমব্যবহারকারী এই পোস্টে লাইক দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement