Viral Video

ভয়ঙ্কর সরীসৃপকে নিয়ে মজেছে শিশু! চড়-থাপ্পড়ে চলল খেলা, সকল আবদারে সায় দিল সাপ, ভাইরাল ভিডিয়ো

একটি শিশু বাড়ির উঠোনে বসে একটা সাপ নিয়ে খেলা করছে। কিন্তু, সেটি খেলনা সাপ নয়, শিশুটির ‘খেলার সঙ্গী’ হল একটি কালো রঙের আসল সাপ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৫:৪৫
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বাড়ির উঠোনে বসে রয়েছে একটি শিশু। তার সামনে ফণা তুলে ‘দাঁড়িয়ে’ রয়েছে একটি কালো রঙের সাপ। সেই সাপটিই হল শিশুটির খেলার সঙ্গী। শিশুটি সাপটিকে কখনও থাপ্পড় মারল, কখনও আবার তার মাথা ধরে নাড়িয়ে দিল। কিন্তু সাপটি ‘লক্ষ্মীছানা’র মতো শিশুর সব আবদার মাথা পেতে নিল। একটি বারের জন্যও ফোঁস করে উঠল না মহাদেবের কণ্ঠের ভূষণ সরীসৃপ। শিশুটিকে কয়েক বার ভয় দেখানোর চেষ্টা করল সে, তবে নাছোড়বান্দা শিশু সে সবে পাত্তা দিল না। চমকে দেওয়া সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি শিশু বাড়ির উঠোনে বসে একটা সাপ নিয়ে খেলা করছে। কিন্তু, সেটি খেলনা সাপ নয়, শিশুটির ‘খেলার সঙ্গী’ হল একটি কালো রঙের আসল সাপ। সেই সাপটির আকৃতি শিশুটির দ্বিগুণ। ফণা তুলে শিশুটির সামনে শুয়ে রয়েছে সে। আর অবুঝ শিশু তার গায়ে-মাথায় একের পর এক চড় মেলে চলেছে। সাপটি একটি বারের জন্যও শিশুটিকে দংশন করার জন্য এগিয়ে যাচ্ছে না। শিশুটির মার খেয়েও সে চুপটি করে মাথা তুলে শুয়েই রইল। সেই সুযোগে সাপটির গলা ধরে নাড়িয়ে দিল শিশুটি। এ বার সাপটি একটু বিরক্ত হল। এক হ্যাঁচকা টানে নিজেকে শিশুটির হাতের বাঁধন থেকে মুক্ত করল সে। খেলার সঙ্গীর এ রূপ আচরণে শিশুটি দুঃখ পেল। ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল সে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘দ্যরিয়্যালটারজ়ন’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। প্রায় দেড় লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। শিশু ও সাপের খেলা দেখে আশ্চর্য হয়েছেন নেটাগরিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement