ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
আলো ঝলমলে ব্যস্ত রাস্তার মধ্যে দিয়ে লাল রঙের বাইক চালিয়ে এগিয়ে চলেছেন এক তরুণ। আশপাশ দিয়ে চলে যাচ্ছে আরও নানা গাড়ি। কিন্তু সকলের চোখ লাল রঙের বাইক চালিয়ে যাওয়া সেই তরুণের দিকেই আটকে রয়েছে। কারণ, তাঁর এক হাত বাইকের হাতলে থাকলেও, তাঁর অন্য হাতে প্যাঁচানো রয়েছে একটি সাপ। সাপ প্যাঁচানো হাতটিকে বাইকের এক পাশে ঝুলিয়ে রেখে, ‘বাহন’-এ বসে ছুটে চলেছেন তিনি। এর নেপথ্যে কী কারণ তা অবশ্য ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি। রোমহর্ষক সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দিনের বেলা ব্যস্ত রাস্তার মধ্যে দিয়ে ছুটে চলেছে নানা দু’চাকা, চার চাকা। সেই সকল গাড়ির মধ্যে একটি লাল রঙের বাইকের উপরই আটকে রয়েছে সকলের নজর। সেই বাইকটি চালিয়ে ছুটে চলেছেন এক তরুণ। কিন্তু তিনি একা নেই, তাঁর হাতে প্যাঁচানো রয়েছে একটি সাপ। তরুণের এক হাত রয়েছে বাইকের হ্যান্ডেলে, অপর হাত বাইকের পাশে ঝুলে রয়েছে। সেই ঝুলিয়ে রাখা হাত পেঁচিয়ে ধরে রেখেছে একটি সাপ। সেই সাপ জড়ানো হাত নিয়েই বাইক চালিয়ে এগিয়ে চলেছেন তরুণ। তাঁকে দেখে মনে হচ্ছে সাপ হাতে নিয়ে বাইক চালানো একটা অতি সাধারণ ব্যাপার। এতে বিশেষ অবাক হওয়ার কিছুই নেই। শিহরন জাগানো সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘এম.এস গেমিং’ নামের ইউটিউব অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। নানা ধরনের মন্তব্য করে নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন। নেটাগরিকদের একাংশ তরুণের কীর্তি দেখে চমকে গিয়েছেন।