ছবি: সংগৃহীত।
স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন। গতিও বেশ দ্রুত। ওই অবস্থাতেই বড় গামলা কাঁধে নিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে গেলেন এক মহিলা। ট্রেনের গতির সঙ্গে পাল্লা দিয়ে ভারসাম্য বজায় রাখলেন তিনি। অসাধারণ দক্ষতায় দ্রুতগামী ট্রেন থেকে নামার সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়েছে। ভিডিয়োটি কবে বা কোথায় তোলা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি সমাজমাধ্যমে। ভিডিয়োটির সত্যতাও যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক মহিলা এক হাতে কামরার দরজার হাতল ধরে ঝুলছেন। অন্য হাতে কাঁধে থাকা একটি বড় গামলা ধরে রেখেছেন। ট্রেনটির গতি বেশি থাকা সত্ত্বেও অসাধারণ কায়দায় ট্রেন থেকে নেমে গেলেন কোনও বিপদ ছাড়াই। নেটাগরিকদের মতে, পদার্থবিদ্যার নীতি নির্ভুল ভাবে বাস্তবে প্রয়োগ করতে পেরেছেন ওই মহিলা। দেহের ভারসাম্য ঠিক রেখে চলন্ত ট্রেন থেকে নামার পদ্ধতি এত ভাল রপ্ত করেছেন যা দেখে হতবাক হওয়া ছাড়া গতি নেই। নামতে গিয়ে পড়ে না গিয়ে দেহের ভারসাম্য নিখুঁত ভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছেন ওই মহিলা। বোঝাই যাচ্ছে, দীর্ঘ অভিজ্ঞতা দিয়েই বিষয়টি রপ্ত করেছেন তিনি।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘বিশালমালভি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর ৬০ লক্ষ বার দেখা হয়েছে। প্রায় ৯০ হাজার নেটাগরিক লাইক করেছেন তাতে। হাজার হাজার প্রতিক্রিয়া জমা পড়েছে ভাইরাল এই পোস্টটিতে। নেটমাধ্যম ব্যবহারকারীরা মজার মজার মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। ভিডিয়োয় দেখা মহিলার দক্ষতাকে কুর্নিশ জানিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেকে। অনেকে আবার এই ধরনের আচরণের ঝুঁকি নিয়ে সতর্কতামূলক পরামর্শ দিয়েছেন মন্তব্য বিভাগে।