viral video

লেহঙ্গা, গা ভর্তি গয়না! মেট্রোয় কনের সাজে তরুণীকে দেখে চমকে উঠলেন যাত্রীরা, ভাইরাল ভিডিয়ো

ইনস্টাগ্রামে ফ্যাশন এবং লাইফস্টাইল নিয়ে ভিডিয়ো করে থাকেন নিভ্যা নামে পরিচিত এই সমাজমাধ্যম প্রভাবী ও বিষয়স্রষ্টা। প্যারিসের মেট্রোয় লেহঙ্গা পরে ভ্রমণ করতে দেখা গিয়েছে তাঁকে। মেট্রোর কামরার আসনে বসে থাকতে দেখা গিয়েছে তরুণীকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১২:৪৩
Share:

ছবি: সংগৃহীত।

গাঢ় কমলা রঙের উপর জরির কাজ করা জমকালো লেহঙ্গা। লম্বা চুল বিনুনি করা, তাতে জড়ানো সাদা পুঁতির মালা। গলায় জড়োয়ার হার ও মানানসই ঝোলা দুল। মাথায় মুক্তোর টায়রা। চোখে রোদচশমা। এই সাজেই প্যারিসের মেট্রোয় সফরকালে নজর কাড়লেন ভারতীয় সমাজমাধ্যম প্রভাবী। বিদেশের গণপরিবহণে পুরোদস্তুর ভারতীয় পোশাক ও গয়না পরে ভ্রমণের ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ইনস্টাগ্রামে ফ্যাশন এবং লাইফস্টাইল সম্পর্কিত নানা বিষয় নিয়ে ভিডিয়ো করেন নিভ্যা নামে পরিচিত এই সমাজমাধ্যম প্রভাবী ও বিষয়স্রষ্টা। বিদেশের মাটিতে দেশি পোশাকের আকর্ষণ কেমন হতে পারে তা দেখার জন্য প্যারিসের মেট্রোয় লেহঙ্গা পরে ভ্রমণ করতে দেখা গিয়েছে তাঁকে। মেট্রোর কামরার আসনে বসে থাকতে দেখা গিয়েছে তরুণীকে। অন্য একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, নিভ্যা লেহঙ্গা পরেই প্যারিসের বি‌ভিন্ন দ্রষ্টব্য জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তাঁকে দেখে অবাক চোখে তাকিয়ে রয়েছেন বিদেশি ও স্থানীয় পর্যটকেরা। অনেকে তাঁর সঙ্গে ছবিও তুলেছেন।

ভিডিয়োটি পোস্ট হওয়ার পর তা সমাজমাধ্যমে ঝ়ড় তুলেছে। এপ্রিল মাসে পোস্ট করা এই ভিডিয়োটি ১০ লক্ষের বেশি বার দেখা হয়েছে। ২ লক্ষের কাছাকাছি লাইক জমা পড়েছে ভিডিয়োয়। এই পোশাকে তরুণীকে বিদেশের মাটিতে ও গণপরিবহণে ঘুরে বেড়াতে দেখে বিস্মিত হয়েছেন নেটাগরিকেরা। প্রচুর মন্তব্য জমা হয়েছে মন্তব্য বি‌ভাগে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement