ছবি: সংগৃহীত।
শিকলে বাঁধা সিংহীর লেজ ধরে টানাটানি করছে এক বালক। ভাবখানা এমন, যেন প্রাণীটি বাড়ির পোষা কুকুর বা বে়ড়ালমাত্র। বিন্দুমাত্র ভয়ডর নেই সেই খুদের। খাঁচার ভিতরে থাকা সিংহীর গর্জন শুনলেই যেখানে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয়ে যায়, সেখানে সিংহীর নাগালের মধ্যে দাঁড়িয়ে এই কাণ্ড ঘটাল নাবালক। হাড়হিম করা সেই দৃশ্যের একটি ভিডি়য়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি কবেকার তা অবশ্য জানা সম্ভব হয়নি। ভাইরাল এই ভিডিয়োটির সত্যতাও যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে গুজরাতে। দাবি, লোকালয়ে ঢুকে আসা একটি সিংহীকে শিকলে বেঁধে রাখা হয়েছিল। তবে কয়েক জন নেটমাধ্যম ব্যবহারকারীর দাবি, এই ঘটনাটি পড়শি দেশ পাকিস্তানের। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কাঁধে ব্যাগ নিয়ে এক বালক একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সেখানে শিকলবন্দি বন্যপ্রাণীটির লম্বা লেজটি ধরে হ্যাঁচকা টান মারে সে। লেজ ধরে টেনে ভয়ঙ্কর হিংস্র প্রাণীটিকে নিজের দিকে আনার চেষ্টা করে। আচমকা লেজে টান পড়তে সিংহীটি ঘুরে দাঁড়ায়। বিরক্ত হয়ে লেজ ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে সে। ঠিক সেই মুহূর্তেই এক ব্যক্তি দ্রুত ছুটে আসেন। ছোট্ট শিশুটিকে কোলে তুলে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। ভয়াবহ দুর্ঘটনা ঘটার আগেই নিরাপদে নিয়ে চলে যায় শিশুটি।
ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তা দেখে ভয়ে আঁতকে উঠেছেন নেটাগরিকেরা। অনেকেই আবার শিশুটির আচরণ নিয়ে সমালোচনা করেছেন। ইনস্টাগ্রামের ‘মিমচ্যাটঅ্যাপ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পাস্ট করা ভিডিয়োটি ভাইরাল হয়েছে। কয়েক লক্ষ বার দেখা হয়েছে এটি। ১ লক্ষের বেশি লাইক জমা পড়েছে। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে মন্তব্য বিভাগে। এক জন নেটাগরিকের মন্তব্য, ‘‘যদি বন কেটে ফেলা হয় তবে পশুরা তো লোকালয়ে আসবেই।’’ দ্বিতীয় নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘প্রাণীদের এ ভাবে নির্যাতন করা ঠিক নয়।’’