ছবি: সংগৃহীত।
মাত্র ৯৯ টাকায় শাড়ি! কিনতে শয়ে শয়ে মহিলা এসে প্রায় ঝাঁপিয়ে পড়লেন মলের ভিতর। শাড়ি কেনার জন্য হুড়োহুড়ি করতে গিয়ে সেখানে পদপিষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ডাকতে হয় পুলিশও। তেলঙ্গানার মেডাক জেলার একটি মলের ঘটনা। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
বৃহস্পতিবার মলের একটি দোকানে বিজ্ঞাপনী প্রচার দেখে ৯৯ টাকায় শাড়ি কিনতে ছুটে আসেন কয়েকশো মানুষ। বিজ্ঞাপন দেখে ভিড় জমে যায় মলের বাইরে। প্রবল বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় সেখানে। শপিং মলটি সীমিত সময়ের জন্য শাড়ির দাম কম রাখার ঘোষণা করে। ফলে শত শত মহিলা ক্রেতা দোকানে ভিড় জমান। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আরও বেশি লোক দোকানে ছুটে আসেন। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
নিরাপত্তাকর্মীরা ভিড় সামলাতে না পারায় মল কর্তৃপক্ষ স্থানীয় থানায় খবর দেন। ক্রেতারা শাড়ির পাশাপাশি কম দামে মানানসই গয়না এবং চুড়ি কেনার জন্য দোকানের অন্য দিকেও ‘হামলা’ করেন। মলের কর্মীদের পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। বাইরেও ভিড় উপচে পড়ে। ভিড়ের কারণে আশপাশের রাস্তাগুলিতে যানজটের সৃষ্টি হয়। ইনস্টাগ্রামে ‘হায়দরাবাদমেরিজান’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি হাজার হাজার মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রচুর মানুষ ভিডিয়োটি দেখে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। স্থানীয় পুলিশকে ডাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর পর ক্রেতাদের ছোট ছোট দলে প্রবেশের অনুমতি দেওয়া হয়। শৃঙ্খলা ফেরে মলের ভিতর।