ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পরিবার নিয়ে গাড়ি চালিয়ে ঘুরতে যাচ্ছিলেন এক তরুণ। গাড়ির চালকের পাশের আসনে বসেছিল তাঁর সন্তান। একটি খেলনা বাঁদর হাতে ধরেছিল খুদেটি। সেই খেলনাটিকে বন্ধু ভেবে গাড়ির উপর ঝাঁপিয়ে পড়েছিল একটি বেবুন। বনেট থেকে ধীরে ধীরে গাড়ির জানলার কাছে মুখ বাড়াচ্ছিল সে। কিন্তু বাচ্চা ছেলেটি সেই বেবুনটির দিকে নিজের খেলনা বাঁদরটি তুলে ধরতেই ভয় পেয়ে গাড়ি থেকে ছিটকে নীচে পড়ে গেল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ল্যাডবাইবেল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বেবুন গাড়ির উপর ঝাঁপিয়ে পড়েছে। গাড়ির সামনের আসনে বসেছিল এক খুদে। তার হাতে ছিল খেলনা বাঁদর।
সেই বাঁদরটিকে সত্যি বলে ভেবেছিল বেবুনটি। তাই ‘বন্ধু’র সঙ্গে দেখা করতে সে ক্রমে এগিয়ে যাচ্ছিল গাড়ির জানলার দিকে। গাড়ির জানলার কাচ বন্ধ ছিল। বেবুনটি জানলার দিকে উঁকি দিতেই খুদে তার হাতের খেলনাটি উপরে তুলে ধরল। তা দেখেই গাড়ি থেকে ছিটকে নীচে পড়ে গেল বেবুনটি। গাড়ির ভিতর যাঁরা বসেছিলেন, বেবুনের কীর্তি দেখে আর তাঁরা হাসি থামাতে পারলেন না।