ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গলের ভিতর একটি জলাশয়ে সপরিবারে স্নান করছিল বাচ্চা হাতি। জলাশয় থেকে উঠে দল বেঁধে আবার জঙ্গলের দিকে হাঁটা লাগাচ্ছিল হাতির দল। মাকে দেখে হস্তীশাবকেরও একই ইচ্ছা হল, লম্বা লম্বা পা ফেলে দৌড়নোর চেষ্টা করতে শুরু করল সেই হাতির ছানাটি। কিন্তু দৌড়তে গিয়েই হল বিপদ। মুখ থুবড়ে ধপাস করে পড়ে গেল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মা হাতির পিছন পিছন ছোট ছোট পা ফেলে দৌড়নোর চেষ্টা করছে একটি বাচ্চা হাতি।
তাড়াহুড়ো করে দৌড়তে গিয়ে জঙ্গলে মুখ থুবড়ে ধপাস করে পড়ে যায় সে। শত চেষ্টা করেও ছোট্ট ছোট্ট পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছিল না সে। দলের খুদে সদস্যের বিপদ দেখে সাহায্য করতে এগিয়ে যায় এক অভিভাবক হাতি। হস্তীশাবকটিকে আবার তুলে ধরে দাঁড় করিয়ে দেয় বড় হাতিটি। সন্তানের কাণ্ড দেখে আবার হস্তীশাবকের দিকে ফিরে আসে মা হাতি। তত ক্ষণে সোজা দাঁড়িয়ে পড়েছে ওই হস্তীশাবক।