ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বাবা-মায়ের সঙ্গে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল গন্ডারের একটি শাবক। বাবা-মা যখন খাওয়াদাওয়া করতে ব্যস্ত, তখন তার মন অন্য দিকে। পেট পরে ভরালেও চলবে, আগে খেলাধুলা করা যাক— এমন ভেবেই ছোট ছোট পা ছুড়ে জঙ্গলময় লাফাতে শুরু করল সে। তার আনন্দ যেন আর ধরে না! পরে মায়ের কাছে গিয়ে তার সঙ্গেও খুনসুটি করতে লাগল গন্ডারের শাবক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘আফ্রিকানসাফারিকনজ়ার্ভেশন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গন্ডারের শাবক তার বাবা-মায়ের সঙ্গে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। অভিভাবকেরা যখন ঘাস খেতে ব্যস্ত, তখন জঙ্গলময় ছুটে বেড়াচ্ছে শাবকটি। মনের আনন্দে এ দিক-সে দিক দৌড়ে বেড়াচ্ছে সে। তার পর লাফাতে লাফাতে বাবা-মায়ের কাছে চলে গেল গন্ডারের শাবকটি।
সন্তানের চাঞ্চল্য দেখে শিং নামিয়ে তার দিকে এগিয়ে গেল মা গন্ডার। সঙ্গে সঙ্গে শাবকটিও মুখ নামিয়ে পথ আটকে খেলাধুলা করতে শুরু করে দিল। বাদ পড়ল না অন্য অভিভাবকও। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, ঘটনাটি কেনিয়ার সোলিয়ো লজের কাছে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘গন্ডারের শাবকটি কী মিষ্টি! ভিডিয়োটি দেখে মন ভাল হয়ে গেল।’’