ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গলের মধ্যে দলবলের সঙ্গে ঘোরাঘুরি করছিল একটি শিম্পাঞ্জি। তবে জলাশয়ে নেমেই মাথায় হাত তার। সামনে এ কাকে দেখছে সে! এ যে তারই প্রিয়জন। চিড়িয়াখানায় থাকাকালীন শিম্পাঞ্জির দেখভালের দায়িত্বে ছিলেন সেই তরুণ। তার পর চিড়িয়াখানা থেকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল শিম্পাঞ্জিটিকে। বহু বছর পর ভালবাসার মানুষকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল শিম্পাঞ্জি।
তরুণকে দেখে এতই খুশি যে, মাথায় হাত দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। তার পর এগিয়ে গিয়ে তরুণকে বুকে জড়িয়ে ধরল শিম্পাঞ্জি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘বুইটেনজেবিয়েডেন’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ জলাশয়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর হাতভর্তি নানা ধরনের ফল। জলাশয়ের এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছে একটি শিম্পাঞ্জি। তরুণকে দেখে মাথার উপর দু’হাত জড়ো করে অবাক হওয়ার ভঙ্গিতে কিছু ক্ষণ দাঁড়িয়ে রইল সে।
তার পর এগিয়ে এসে তরুণের হাত থেকে একটি ফল তুলে তাঁকে বুকে জড়িয়ে ধরল সে। একগাল হেসে বার বার সে তরুণকে জড়িয়ে ধরতে লাগল। শিম্পাঞ্জির দেখা পেয়ে তরুণও খুব খুশি। তার পর তরুণের হাত থেকে কয়েকটি ফল নিয়ে ডাঙায় উঠে গেল শিম্পাঞ্জিটি। আসলে, চিড়িয়াখানায় থাকাকালীন শিম্পাঞ্জিটির দেখভাল করতেন ওই তরুণ। পরে সেই শিম্পাঞ্জিটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বহু বছর পর ফলমূল নিয়ে শিম্পাঞ্জির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেই তরুণ। এত দিন পর পুরনো বন্ধুকে দেখে আনন্দে জড়িয়ে ধরেছিল শিম্পাঞ্জিটি।