Viral Video

তিন হিংস্র শিকারিকে নাকানিচোবানি খাওয়াল ছোট্ট শূকরছানা, শিকার করতে গিয়ে কাহিল চিতার দল! ভাইরাল ভিডিয়ো

বুনো শূকরছানাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে তিনটি হিংস্র চিতা। যে কোনও মুহূর্তে ছোট্ট শুয়োরের উপর ঝাঁপিয়ে পড়তে পারে তারা। কিন্তু চোখের সামনে তিন শিকারিকে দেখে বিন্দুমাত্র ভয় পেল না খুদে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দল বেঁধে শূকরছানাকে শিকার করার জন্য ঘিরে ধরেছিল তিনটি হিংস্র চিতা। কিন্তু ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে তিনটি চিতাকেই তাড়া করে নিজের এলাকা থেকে সরিয়ে ফেলল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘লেটেস্টক্রুগার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বুনো শূকরছানাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে তিনটি হিংস্র চিতা। যে কোনও মুহূর্তে ছোট্ট শুয়োরের উপর ঝাঁপিয়ে পড়তে পারে তারা। কিন্তু চোখের সামনে তিন শিকারিকে দেখে বিন্দুমাত্র ভয় পেল না খুদে। বরং সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করল সে।

এই ঘটনাটি সাউথ আফ্রিকার ক্রুগার জাতীয় উদ্যানে ঘটেছে। এক এক করে তিনটি চিতার পিছনে দৌড়ে নিজের এলাকা থেকে তাড়িয়ে ফেলল শূকরছানাটি। শূকরছানাটিকে আক্রমণ করার ছক কষলেও তাড়া খেয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল চিতাগুলিই। শিকার করতে গিয়ে নিজেরাই ভয় পেয়ে শিকার ফেলে চলে গেল। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘মনে সাহস থাকলে সব রকম অসাধ্যই সাধন করা যায়। ছোট্ট শূকরছানার কী সাহস! একাই সকলকে কাবু করে ফেলল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement