Bizarre

পরকীয়ায় জড়ানোর ‘শাস্তি’ দিতে প্রাক্তন স্ত্রীর বাড়ির সামনে ১২ ফুট লম্বা অশ্লীল মূর্তি তৈরি করিয়েছিলেন তরুণ

প্রাক্তন স্ত্রীর বাড়ির মুখোমুখি ১২ ফুট লম্বা একটি অশ্লীল মূর্তি গড়িয়ে ফেললেন তরুণ। মূর্তিটি এমন ভাবে তৈরি করা যে, প্রাক্তন স্ত্রীর বাড়ির সমস্ত জায়গা থেকে সেটি দেখা যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৫
Share:

—প্রতীকী ছবি।

স্ত্রী এবং কন্যাকে নিয়ে ভরা সংসার ছিল তরুণ ব্যবসায়ীর। কিন্তু সেই সংসারে সুখ ছিল ক্ষণস্থায়ী। গোপনে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী। সে কারণেই বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। সন্তানকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন তরুণের প্রাক্তন স্ত্রী। বিচ্ছেদের পর আর প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখেননি তরুণ। তিনি কোথায় থাকতেন, সে বিষয়েও বিন্দুমাত্র ধারণা ছিল না ব্যবসায়ীর। কিন্তু নতুন বাড়ি কিনতে গিয়ে অবাক হয়ে গেলেন তিনি।

Advertisement

ঘটনাচক্রে তরুণের প্রাক্তন স্ত্রী-ই তাঁর প্রতিবেশী। তা জানার পর প্রতিশোধ নেওয়ার লোভ আর ছাড়তে পারলেন না তিনি। সেই বাড়িটি কিনে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন তরুণ। প্রাক্তন স্ত্রীর বাড়ির মুখোমুখি ১২ ফুট লম্বা একটি অশ্লীল মূর্তি গড়িয়ে ফেললেন তিনি। মূর্তিটি এমন ভাবে তৈরি করা যে, প্রাক্তন স্ত্রীর বাড়ির সমস্ত জায়গা থেকে সেটি দেখা যাবে। এখন অবশ্য সেই ঘটনার পর ১২ বছর পার হয়ে গিয়েছে। ব্যবসায়ীর বয়স এখন ষাটের দোড়গোড়ায়।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৫৯ বছর বয়সি বৃদ্ধের নাম অ্যালান মার্কোভিজ়। আমেরিকার ডেট্রয়টের বাসিন্দা তিনি। স্ত্রী এবং কন্যাকে নিয়ে সংসার ছিল অ্যালানের। পেশায় ব্যবসায়ী তিনি। ডেট্রয়টে তিনটি স্ট্রিপ ক্লাবের মালিকানা রয়েছে অ্যালানের কাছে। আত্নজীবনীমূলক একটি বইও লিখে ফেলেছেন তিনি।

Advertisement

পরে তাঁর জীবনের উপর ভিত্তি করে জনপ্রিয় চ্যানেল সংস্থার তরফে একটি অনুষ্ঠান সম্প্রচারিত হয়। পেশাগত জীবনে অ্যালান দুর্দান্ত ভাবে সফল। কিন্তু ব্যক্তিগত জীবন সুখকর ছিল না তাঁর। তাঁর স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যালান। বিচ্ছেদের পর প্রাক্তন স্ত্রীর সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখেননি তিনি। এমনকি, অ্যালান তাঁর প্রাক্তন স্ত্রীর ঠিকানাও জানতেন না।

১২ বছর আগেকার ঘটনা। বিবাহবিচ্ছেদের পর নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যালান। বাড়ি দেখতে গিয়ে তিনি জানতে পেরেছিলেন যে, ঘটনাচক্রে প্রাক্তন স্ত্রীই তাঁর প্রতিবেশী। এই সুযোগ হাতছাড়া করতে চাননি অ্যালান।

প্রতিবেশীর পরিচয় জানতে পেরে সেই বাড়িটিই কিনে ফেলেছিলেন তিনি। তার পর বাড়ির বাগানে একটি অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসেছিলেন অ্যালান। ৭ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬ লক্ষ ১৮ হাজার ৮৭ টাকা) খরচ করে বাগানে একটি ১২ ফুট লম্বা তামার মূর্তি গড়িয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু সেই মূর্তির গড়নে ফুটে উঠেছিল অশ্লীল ভাব।

মুঠো উল্টো করে ধরে রেখে মধ্যমা আঙুল উঁচু করে রয়েছে এই ভঙ্গিমায় একটি মূর্তি তৈরি করিয়েছিলেন তিনি। মূর্তিটি বাগানের এমন স্থানে রেখেছিলেন যে, প্রাক্তন স্ত্রীর বাড়ির সমস্ত জায়গা থেকে তা দেখা যেতে পারে। কোনও ব্যক্তিকে তীব্র অপমান করতে সচরাচর এই ভঙ্গিমাটি ব্যবহার করা হয়। তবে প্রাক্তন স্ত্রীকে অপমান করা উদ্দেশ্য ছিল না অ্যালানের। তিনি জানিয়েছিলেন, প্রাক্তন স্ত্রীর প্রেমিককে অপমান করার উদ্দেশে এই মূর্তি তৈরি করিয়েছিলেন তিনি। বিবাহিতা জেনেও তৃতীয় ব্যক্তি হিসাবে সম্পর্কে ঢুকে পড়ার কারণেই সেই তরুণের প্রতি রাগ জন্মেছিল অ্যালানের। বহু দিন এই মূর্তিটি ভাঙেননি তিনি। এমনকি, এই কাজের জন্য অ্যালানের কন্যাও তাঁকে সমর্থন করেছিলেন। ১২ বছর পর আবার নতুন ভাবে এই মূর্তির ছবিটি সমাজমাধ্যমের পাতায় ঘোরাফেরা করতে শুরু করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement