Viral Video

‘কেনাকাটা’ করতে দোকানে ঢুকে পড়ল ভালুক! টহল দিয়ে বেরিয়েও পড়ল খালি হাতে, ভাইরাল ভিডিয়ো

একটি মস্ত বড় ভালুক দোকানে ঢুকে এ দিক-ও দিক দৌড়ে বেড়াচ্ছে। কিছু ক্ষণ পর দোকানে টহলদারি করার পর নিজে থেকেই সদর দরজা দিয়ে বেরিয়ে পড়ল সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৩:৪৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভোরবেলা নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য দোকানে ঘোরাফেরা করছিলেন কয়েক জন খদ্দের। দোকানে ক্রেতাদের ভিড় বলতে ছিল না কিছুই। তাই ফাঁকায় ফাঁকায় ‘কেনাকাটা’ সারতে দোকানে ঢুকে পড়ল একটি মস্ত বড় ভালুক। এ দিক-সে দিক ঘুরে কিছু পছন্দ না হওয়ায় আবার দোকান থেকে বেরিয়ে গেল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘দ্য অ্যাসোসিয়েটেড প্রেস’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি মস্ত বড় ভালুক দোকানে ঢুকে এ দিক-ও দিক দৌড়ে বেড়াচ্ছে। কিছু ক্ষণ পর দোকানে টহলদারি করার পর নিজে থেকেই সদর দরজা দিয়ে বেরিয়ে পড়ল সে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি সোমবার ভোর সাড়ে ৬টায় অ্যারিজ়োনার ওরো ভ্যালির একটি দোকানে ঘটেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য ভোরবেলা দোকানের ভিতর হাতেগোনা কয়েক জন খদ্দের ছিলেন।

Advertisement

সেই সময় স্বয়ংক্রিয় সদর দরজা দিয়ে দোকানে ঢুকে পড়ে একটি ভালুক। তাকে দেখে ভয়ে দোকানের মধ্যে লুকিয়ে পড়েন ক্রেতারা। স্থানীয় পুলিশকেও খবর পাঠানো হয়। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ভালুকটি দোকান থেকে বেরিয়ে যায়। দোকানের কোনও জিনিস তছনছও করতে দেখা যায় না ভালুকটিকে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ভালুকটির মনে হয় দোকানের কোনও জিনিস পছন্দ হয়নি। তাই খালি হাতে বেরিয়ে গিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement