ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
খাবারের খোঁজে এ দিক-সে দিক উঁকি মারছিল একটি কুবো। কিন্তু চোখের সামনে কোনও খাবারই নেই। হঠাৎ সামনে চোখ পড়তেই ভাগ্য খুলে গেল পাখিটির। এঁকেবেঁকে ঘুরে বেড়াচ্ছে একটি সাপ। সে দিকেই উড়ে গেল কুবো। ছোট্ট, ধারালো ঠোঁট দিয়ে সাপের গলায় কামড় বসিয়ে দিল সে। তার পর আস্ত সাপটিকে গিলে খেয়ে ফেলল কুবো। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘অ্যাবোনাশমু’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি পাখি দাঁড়িয়ে রয়েছে এবং তার মুখ থেকে ঝুলে পড়েছে সাপের মুখ। আসলে, সাপটিকে শিকার করে ফেলেছে কুবো। সাপের দেহ কামড়ে কামড়ে খেয়ে শেষে তার মাথা চিবিয়ে গিলে ফেলল সে।
এই কুবোটি গ্রেটার কুকাল প্রজাতির। এদের লেজ বেশ লম্বা এবং ডানা তামাটে-বাদামি। ঘন জঙ্গল থেকে চাষযোগ্য জমি, এমনকি শহুরে বাগানেও সচরাচর এই পাখির দেখা মেলে। ওড়ার চেয়ে হেঁটে বেড়াতে এরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে বিস্মিত হয়ে পড়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘প্রকৃতির যে কী অদ্ভুত নিয়ম! শিকার-শিকারির এই খাদ্যশৃঙ্খলের নিয়মের বাইরে কিচ্ছু হয় না।’’