ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
অনলাইনে ক্যাব বুক করেছিলেন তরুণী। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিয়েছেন ক্যাবচালক। গন্তব্যে পৌঁছে গাড়ি থামিয়ে দিয়েছেন তিনি। তরুণী ভাড়া মিটিয়ে দিলেই তিনি সেখান থেকে চলে যাবেন। কিন্তু গন্তব্যে পৌঁছোনোর পরেই তরুণীর সঙ্গে অশান্তি শুরু হল চালকের। চালকের কাছে অন্যায় আবদার করে বসলেন তরুণী। চালক কিছুতেই রাজি না হওয়ায় রেগে গিয়ে তাঁকে তুইতোকারি করতে শুরু করলেন তরুণী।
এমনকি, শর্তে রাজি না হলে ভাড়া না মিটিয়ে গাড়ি থেকে নেমে পড়বেন এমন হুমকিও দিলেন তরুণী। ক্যাবচালকও তরুণীর কথা শুনে রেগে গিয়ে তাঁকে গাড়ি থেকে নেমে যেতে বললেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘শনীকপূর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক চালক গাড়ি থামিয়ে পিছনের আসনে বসে থাকা তরুণী যাত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন। গাড়ির ড্যাশক্যামে সেই দৃশ্য বন্দি করা হয়েছে। তবে এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা জানা যায়নি। ক্যাবচালকের দাবি, তরুণী ক্যাব বুক করার সময় যে ঠিকানা দিয়েছেন, সেই ঠিকানায় পৌঁছে দিয়েছেন তিনি। তার পরেও তরুণী পাশের গলিতে গাড়ি ঢোকানোর কথা বলছেন।
তরুণীর দাবি, অন্য চালকেরা তাঁর কথা শুনে সেই গলিতে গাড়ি নিয়ে যান। ক্যাবচালকও নিজের সিদ্ধান্তে অনড় রইলেন। তরুণী রেগেমেগে বলেন, ‘‘আমার কপালই মন্দ যে, আজ আমায় তোর গাড়িতে উঠতে হল।’’ ক্যাবচালক ওই তরুণীকে ‘আপনি’ সম্বোধন করছিলেন। তরুণী হঠাৎ ‘তুই’ সম্বোধন করায় রেগে গেলেন ক্যাবচালক। পাল্টা জবাব দিয়ে বলেন, ‘‘আপনি হঠাৎ আমায় তুইতোকারি করছেন কেন? আমি তো আপনাকে অসম্মান করিনি।’’
তরুণী আরও রেগে গিয়ে হুমকি দেন যে, ভাড়া না মিটিয়েই গাড়ি থেকে নেমে পড়বেন। ক্যাবচালক বলেন, ‘‘১৩২ টাকা ভাড়া হয়েছে। এই টাকা নিয়ে আমিও বড়লোক হব না। আপনিও বড়লোক হবেন না। আপনার যা ভাল মনে হয়, তা-ই করুন। ইচ্ছা হলে আমার বিরুদ্ধে অভিযোগও জানাতে পারেন।’’ তরুণী আর কথা না বাড়িয়ে ভাড়া না দিয়েই গাড়ি থেকে নেমে পড়েন।